ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্মেন্টসের কাপড় থেকে কম্বল

প্রকাশিত: ০৬:৪২, ৯ ডিসেম্বর ২০১৮

গার্মেন্টসের কাপড় থেকে কম্বল

অর্থনৈতিক রিপোর্টার ॥ গার্মেন্টসের টুকরো কাপড় জোড়া লাগিয়ে কম্বল তৈরি করে স্বাবলম্বী এখন যমুনার ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছালাভরা, কুনকুনিয়া, ঢেকুরিয়া, মাইজবাড়িসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। এসব এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে সেলাই মেশিন। এখানকার মহিলারা বাড়ির কাজের পাশাপাশি গার্মেন্টসের টুকরো টুকরো কাপড় সেলাই দিয়ে জোড়া লাগিয়ে তৈরি করছে বাহারি ডিজাইনের কম্বল। এর ফলে কর্মসংস্থান হয়েছে বেকার নারী-পুরুষের। উত্তরাঞ্চলের জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কম্বলের বেশ চাহিদা রয়েছে। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন কম্বল কিনতে। আর ব্যবসা ভাল হওয়ায় খুশি কম্বল ব্যবসায়ীরা। তারা বলেন, ‘এখন শীত পড়া শুরু হয়েছে। তাই সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত কাজ করি। আমাদের মতো আরও অনেকে কাজ করে। বিভিন্ন পাইকারি বাজারে আমরা এগুলো বিক্রি করি।’ স্বল্প সুদে ব্যাংক ঋণের পাশাপাশি সরকারী বেসরকারীভাবে আর্থিক সহায়তার পেলে এই কম্বল শীল্পের আরও প্রসার ঘটানো সম্ভব বলে জানান ব্যবসায়িরা। এ শিল্পের প্রসারে ব্যবসায়িদের সহজ শর্তে ব্যাংক ঋণসহ সরকারী পৃষ্ঠপোষকতার সহায়তা চান ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবসায়ী নেতারা। সরকার আমাদের ঋণসুবিধা দিলে একটু সুবিধা হবে।’ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক টি এম রিজভী বলেন, ‘সরকারের কাছে জোর দাবি থাকবে এখানে একটি ব্যাংক স্থাপন করা এবং স্বল্প সুদে ঋণ প্রদান করা।’
×