ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোমবার ভ্যাট দিবস

প্রকাশিত: ০৬:৪২, ৯ ডিসেম্বর ২০১৮

সোমবার ভ্যাট দিবস

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া ১০ থেকে ১৬ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য সাত দিনব্যাপী কর্মসূচী নিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে আগামী রবিবার (৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবে কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত থাকবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। জানা গেছে, ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে উদযাপন হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। বরাবরের মতো এবারও উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। এনবিআর থেকে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
×