ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

নির্বাচনী মাসের শুরুতেই উর্ধমুখী শেয়ারবাজার

প্রকাশিত: ০৬:৩৮, ৯ ডিসেম্বর ২০১৮

নির্বাচনী মাসের শুরুতেই উর্ধমুখী শেয়ারবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা কয়েক সপ্তাহ মন্দাবস্থা পর নির্বাচনী মাসের শুরুর প্রথম সপ্তাহেই কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের শেয়ার কেনার হার বেড়ে যাওয়ায় গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কিছুটা বেড়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে সার্বিকভাবে লেনদেন কিছুটা কমেছে বিনিয়োগকারীদের ধীরে চলো নীতির কারণে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩ কোটি ৫৩ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ১৫৩ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬০০ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৬৩০ কোটি ৭৭ লাখ টাকা। আলোচিত সপ্তাহে লেনদেন ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে। গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক (ডিএসইএক্স) ৫১ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৩২ দশমিক ৮১ পয়েন্ট হয়েছে। আগের সপ্তাহে এই সূচকটি ২৪ দশমিক ৭০ পয়েন্ট কমেছিল। আগের সপ্তাহে ডিএসইতে প্রায় ৬০ ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছিল। গত সপ্তাহে ঠিক বিপরীত ধারায় ছিল বাজার। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রায় ৬৫ ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। এ সপ্তাহে ডিএসইতে ৩৪৬ কোটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২২৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১০০টির দাম। আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। তিনটি ইস্যুর কোন লেনদেন হয়নি। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে এমএল ডায়িং লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ১৭ দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে। ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে এমএল ডায়িংয়ের ৬৩ কোটি ৭ লাখ টাকা ৪৪ হাজার মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ১৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। গত সপ্তাহে কোম্পানির ৭ কোটি ৯৫ লাখ টাকা ৪৭ হাজার মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৪০০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৫৯ শতাংশ কমেছে। গত সপ্তাহে কোম্পানির ১৫ কোটি ৯ লাখ টাকা ৩৮ হাজার মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ১ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, ফার ইস্ট নিটিং এ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল মিলস, আইটি কনসালটেন্টস, ন্যাশনাল টিউবস, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড-১ ও এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্যারামাউন্ট টেক্সটাইল ॥ লেনদেনে চতুর্থ স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (পিটিএল)-এর মোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৭৪ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৬৫.৫০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে এর ক্লোজিং প্রাইস দাঁড়ায় ৬৮ টাকায়। সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ৩.৮১ শতাংশ। আগের সপ্তাহেও কোম্পানিটির শেয়ার দর ঊর্ধ্বমুখী ছিল। এমএল ডায়িং ॥ লেনদেনে ষষ্ঠ স্থানে থাকা এমএল ডায়িংয়ের মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৫৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৫৩.৯০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং প্রাইস ছিল ৪৫.৬০ টাকা। সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫.৩৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর উত্থানে ছিল। ওই সপ্তাহে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষে উঠেছিল। সেই সপ্তাহে এর শেয়ার দর ৩৭.৭০ টাকা থেকে ৫৩.৯০ টাকায় উঠেছিল। অর্থাৎ সেই সপ্তাহে এর দর বেড়েছিল ৪২.৯৭ শতাংশ। সে কারণে বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর সংশোধনে দেখা যায়।
×