ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বস্ত্র খাতের ২২ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৬:৩৭, ৯ ডিসেম্বর ২০১৮

বস্ত্র খাতের ২২ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতে ৫৩ কোম্পানির মধ্যে অক্টোবর মাসে ২২ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, ২৭ কোম্পানিতে কমেছে এবং ৩ কোম্পানিতে অপরিবর্তিত রয়েছে। আর এক কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক তালিকাভুক্ত কোম্পানির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ ৩০ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত এক মাসে বস্ত্র খাতের যে ২২ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, তার মধ্যে ৪ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোম্পানিগুলো হল- আলিফ ইন্ডাস্ট্রিজ, নূরানি ডাইং, সায়হাম কটন এবং ড্রাগন সোয়েটার লিমিটেড (ডিএসএসএল)। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ॥ ৩০ সেপ্টেম্বর আলিফ ইন্ডাস্ট্রিজে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.২৪ শতাংশ। ৩০ অক্টোবর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১৫.১৮ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৫.৯৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ৪৫.২২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৯.২৮ শতাংশে। অর্থাৎ এ সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে ৫.৯৪ শতাংশ। নূরানি সোয়েটার লিমিটেড ॥ ৩০ সেপ্টেম্বর নূরানি সোয়েটারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৪০ শতাংশ। ৩০ অক্টোবর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২০.০১ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৫.৬১ শতাংশ। এ সময়ে কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ৪৭.৮৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪২.২২ শতাংশে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে ৫.৬১ শতাংশ। সায়হাম কটন লিমিটেড ॥ ৩০ সেপ্টেম্বর সায়হাম কটনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৬.২১ শতাংশ। ৩০ অক্টোবর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৪২ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৩.২১ শতাংশ। এ সময়ে কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ৩১.৩৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২৮.১৮ শতাংশে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে ৩.২১ শতাংশ। ড্রাগন সোয়েটার লিমিটেড (ডিএসএসএল) ॥ ৩০ সেপ্টেম্বর ড্রাগন সোয়েটারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.২১ শতাংশ। ৩০ অক্টোবর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২২.৫৪ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৩৩ শতাংশ। এ সময়ে কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ৪১.৯৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৯.৬৫ শতাংশে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে ২.৩৩ শতাংশ। অক্টোবর মাসে বস্ত্র খাতে বিনিয়োগ বৃদ্ধির উল্লেখযোগ্য কোম্পানিগুলো হল- শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১.৭১ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইল ১.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্ন ১.৪৩ শতাংশ, রহিম টেক্সটাইল ১.৩৩ শতাংশ, পিটিএল ১.২৮ শতাংশ, আমান কটন ১.২৭ শতাংশ, সিএনএ টেক্সটাইল ১.১৮ শতাংশ, হামিদ ফেব্রিক্স ০.৯১ শতাংশ, পিটিএল ০.৬৭ শতাংশ, আরগন ডেনিম ০.৫৭ শতাংশ, ভিএফএস টেক্সটাইল ০.৪৩ শতাংশ, স্টাইলক্রাপ্ট ০.৪১ শতাংশ, আলহাজ টেক্সটাইল ০.৪০ শতাংশ, ইভিন্স টেক্সটাইল ০.১৫ শতাংশ, জেনারেশন নেক্সট ০.১০ শতাংশ, স্কয়ার টেক্সটাইল ০.০৯ শতাংশ, এনভয় টেক্সটাইল ০.০৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ০.০৭ শতাংশ, দেশ গার্মেন্টস ০.০৫ শতাংশ। অন্যদিকে, অক্টোবর মাসে বস্ত্র খাতে বিনিয়োগ কমার উল্লেখযোগ্য কোম্পানিগুলো হল- সায়হাম টেক্সটাইল ৪.৯৩ শতাংশ, প্রাইম টেক্সটাইল ২.০১ শতাংশ, সিম টেক্সটাইল ১.৮০ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং ০.৫৬ শতাংশ, আলিফ ম্যানুফেকচারিং ০.৫১ শতাংশ, ঢাকা ডাইং ০.৩৪ শতাংশ, পিডিএল ০.২১ শতাংশ, জাহিন স্পিনিং ০.১৪ শতাংশ, এপেক্স স্পিনিং ০.১১ শতাংশ, জাহিন টেক্সটাইল ০.০৮ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজ ০.০২ শতাংশ, এমএল ডাইং ০.০২ শতাংশ, ফারইস্ট নিটিং ০.০১ শতাংশ। অপরদিকে, অক্টোবর মাসে বস্ত্র খাতে ৩ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। কোম্পানিগুলো হল- ডেল্টা স্পিনিং, দুলামিয়া কটন ও কাট্টলী টেক্সটাইল। এছাড়া, ফ্যামিলি টেক্সটাইলে কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই।
×