ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাসমান কৃত্রিম দ্বীপ

প্রকাশিত: ০৬:৩৭, ৯ ডিসেম্বর ২০১৮

ভাসমান কৃত্রিম দ্বীপ

ভারতের বেঙ্গালুরুর হেব্বাগোডি লেক জায়গা করে নিয়েছে ‘লিমকা বুক অব রেকর্ডসে। এই লেকেই রয়েছে ভারতের সব থেকে বড় ভাসমান কৃত্রিম দ্বীপ। ১২ হাজার বর্গফুট জুড়ে রয়েছে সবুজে ঘেরা সেই দ্বীপটি। বিশেষ উপায়ে সেখানে লাগানো হয়েছে গাছ। মাটি ছাড়াই খনিজ ও পানি ব্যবহার করে ফলানো হচ্ছে ফসল। এইভাবে দ্বীপের মধ্যে ফসল ফলানোর ফলে পানিও থাকছে বিশুদ্ধ -ইন্ডিয়া টাইমস বিনামূল্যে পরিবহন সেবা ইউরোপের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র লুক্সেমবার্গের আয়তন প্রায় দুই হাজার ৫৮৭ বর্গকিলোমিটার। দেশটিতে বর্তমানে দু’ঘণ্টা ভ্রমণের জন্য যাত্রীদের গুণতে হয় সর্বনিম্ন দুই ইউরো। কেউ যদি প্রথম শ্রেণীর রেলে ভ্রমণ করতে চায় তবে তাকে গুণতে হবে ৩ ইউরো। তবে আগামী ২০১৯ সালের গ্রীষ্মকাল থেকে বিনামূল্যে গণপরিবহন সেবা চালু হবে। নতুন এ সেবা চালু হলে লুক্সেমবার্গে প্রাইভেটকারের ব্যবহার কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। ছোট্ট রাষ্ট্রটিতে যানজট একটি বড় সমস্যা -ইন্ডিপেন্ডেন্ট
×