ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ দায়ের

প্রকাশিত: ০৬:৩৪, ৯ ডিসেম্বর ২০১৮

ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ দায়ের

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ দায়ের করা রয়েছে। শুক্রবার কানাডার আদালতের শুনানিতে এ অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিবিসি ও এএফপি। হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইর মেয়ে মেং ১ ডিসেম্বর ভ্যাঙ্কুবারে গ্রেফতার হন। তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ চীনা নাগরিকের জামিন দেয়া হবে কিনা তা নিয়ে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার আদালতে শুনানি চলছে। সোমবার ফের শুনানি হবে। যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য যুদ্ধের উত্তেজনার মধ্যেই মেংকে গ্রেফতারের এ ঘটনা ঘটল। এতে দু’দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সংঘাতের ঝুঁকি সৃষ্টি হয়েছে। অশুভ ছায়া পড়েছে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার আপাতত বাণিজ্য যুদ্ধ বিরতির সম্ভাবনাতেও। মেং তার গ্রেফতারের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করার অনুরোধ জানানোর পর বুধবার এ হুয়াওয়ে নির্বাহীর আটকের খবর জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে বেজিং মেংয়ের মুক্তি দাবি করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘কোন কারণ না জানিয়ে এভাবে কাউকে গ্রেফতার করাটা তার মানবাধিকারের লঙ্ঘন।’ মেং হুয়াওয়ের সহযোগী প্রতিষ্ঠান স্কাইকমকে ব্যবহার করে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা ভেঙ্গেছেন বলে অভিযোগ ওয়াশিংটনের। স্কাইকম হুয়াওয়ের প্রতিষ্ঠান হলেও মেং বারবারই কোম্পানি দুটিকে আলাদা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন বলে কানাডীয় কৌঁসুলিরা মনে করছেন। দোষী সাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের এই ডেপুটি চেয়ারম্যানের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদ- হতে পারে। শুক্রবার আদালতে হাজির মেংয়ের হাতে হাতকড়া দেখা যায়নি।
×