ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বিএনপির সাইবার দলের দফতর সম্পাদক গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৭, ৯ ডিসেম্বর ২০১৮

এবার বিএনপির সাইবার দলের দফতর সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তি ও মানহানিকর চিত্র সংবলিত স্ট্যাটাস দেয়ায় বিএনপির সাইবার দলের দফতর সম্পাদক মোঃ মাহফুজুল হককে গ্রেফতার করেছে পিবিআই। ডিআইজি পিবিআই বনজ কুমার মজুমদার শুক্রবার গভীর রাতে শেরেবাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালের সামনে রাস্তা থেকে তাকে আটক করে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম। গ্রেফতারকৃত মাহফুজ জাতীয়তাবাদী সাইবার দল-এসিপি (Jatiotabadi Cyber Dol-NCP)-এর পেজ এবং গ্রুপ ব্যবহার করে বিভিন্ন পোস্ট, শেয়ার, লাইক, কমেন্টসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ সংক্রান্তে নোংরা, অশ্লীল, মানহানিকর চিত্র সংবলিত স্ট্যাটাস দেয়। এ সময় একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। বিএনপির ওয়ার্ড নেতা গ্রেফতার ॥ স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান ইমাম ওরফে বুলু (৫০)কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার মধ্যরাতে রামপুরা এলাকার বি-ব্লকের ৩০৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মির্জা হাসান নাশতকার পরিকল্পনা করছিলেন। এজন্য দীর্ঘদিন যাবত তার রামপুরার বাসায় নাশকতামূলক একাধিক বৈঠক হয়েছে। খবর পেয়ে শুক্রবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান বলেন, নির্বাচনকেন্দ্রিক নাশকতার পরিকল্পনাকারীর অভিযোগে গ্রেফতারকৃত মির্জা হাসানের সঙ্গে আর কারা বৈঠক করত বা জড়িত আছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে রামপুরা থানায় মামলা হয়েছে।
×