ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯ ডিসেম্বরের পর মন্ত্রী থাকবেন না টেকনোক্র্যাটরা ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৫, ৯ ডিসেম্বর ২০১৮

৯ ডিসেম্বরের পর মন্ত্রী থাকবেন না টেকনোক্র্যাটরা ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৮ ডিসেম্বর ॥ অনির্বাচিত কোন ব্যক্তি নির্বাচনকালীন সরকারে থাকবেন না। টেকনোক্র্যাট মন্ত্রীরা আগামী ৯ ডিসেম্বরের পর আর মন্ত্রী থাকবেন না। ন্যায়বিচার পেলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে, মির্জা ফখরুলের এই বক্তব্যের আলোকে তিনি বলেন, বেগম জিয়া আদালতের রায়ে দ-িত, দ-িত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি- পারবে না, এটা আদালতের বিষয়। বিএনপি একটি জগাখিচুড়ি দল। মনোনয়ন বঞ্চিতরা বিএনপির সেক্রেটারির কার্যালয়ে হামলা চালিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ ও কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচন কমিশনকে দেয়া এ ধন্যবাদটা যেন থাকে। এরপর আবার যেন নির্বাচন কমিশনকে নিন্দা না করে। এই গণতান্ত্রিক মানসিকতাটা অটুট রাখার আহ্বান জানান তিনি। তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটের চর পার্বতী ইউনিয়নের লেঙ্গারটেক ও চৌধুরীর হাট বাজারে গণসংযোগ শেষে সন্ধ্যায় বসুরহাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকাকে নিয়ে এগিয়ে যেতে চাই বিজয়ের অভীষ্ট লক্ষ্যে। এ সময় বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×