ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ০৫:৪৫, ৯ ডিসেম্বর ২০১৮

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার। আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দ নিয়েই নির্বাচনে প্রচারের নেমে পড়বেন প্রার্থীরা। ইসি জানিয়েছে যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তাদের আজ রবিবার বিকেল ৫টার মধ্যে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জানাতে হবে। আজকের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন না তাদের একাদশ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। ইসি প্রত্যাহার শেষে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা নির্ধারণ করবে। সেই অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। দলীয় প্রার্থীরা দলীয় প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থীরা ইসির বরাদ্দ করা প্রতীকে নির্বাচন করবেন। প্রত্যাহার শেষে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের আগামীকাল সোমবারের মধ্যেই প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দ নিয়েই প্রার্থীরা নির্বাচনে মাঠে নেমে পড়বেন ভোট প্রার্থনা করতে। একাদশ নির্বাচনে অংশ নিতে এবার ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলের প্রার্র্থীরা মনোনয়নপত্র জমা দেন। দলগুলোর দুই তৃতীয়াংশই এবার জোটগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবার লড়বে ধানের শীষ প্রতীক নিয়ে। এছাড়া ১৪ দলীয় জোটের প্রার্থীরা নৌকা মার্কা নিয়ে নির্বাচনের মাঠে হাজির হবেন। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে বিষয়টি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।
×