ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭৪ আসনে সিপিবি প্রার্থী

বাম গণতান্ত্রিক জোটের পক্ষে অংশ নিচ্ছেন ১৪০ জন

প্রকাশিত: ০৫:৪৪, ৯ ডিসেম্বর ২০১৮

বাম গণতান্ত্রিক জোটের পক্ষে অংশ নিচ্ছেন ১৪০ জন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কাস্তে’ প্রতীকের চূড়ান্ত ৭৪ প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এদিকে আট দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ১৪০ প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। সিপিবি ও আট দলের বাম জোটের পক্ষ থেকে ৩০০ আসনে প্রার্থী দেয়া সম্ভব হয়নি। তিনি জানান, সিপিবির ৭১ এবং বাম গণতান্ত্রিক জোটের হয়ে ইউনাইটেড কমিউনিস্ট লীগের এক, গণমুক্তি ইউনিয়নের এক এবং শ্রমজীবী সংঘের একজনসহ ৭৪ জন কাস্তে মার্কায় নির্বাচনে অংশ নেবেন। সিপিবি থেকে এবারের নির্বাচনে নবম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে দ্বিগুণের বেশি প্রার্থী অংশ নিচ্ছেন। যদিও বিভিন্ন সময় দলটির পক্ষ থেকে সরকারবিরোধী কথাবার্তা বলা হচ্ছিল। নেতারা বার বার অভিযোগ করছিলেন, নির্বাচনে অংশ নেয়ার মতো কোন পরিবেশ তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুক্তির দাবিও জানানো হয় সিপিবির পক্ষ থেকে। নির্বাচন কমিশনের কর্মকা- নিয়েও সমালোচনা মুখর ছিলেন দলের নেতারা। এই অবস্থায় নির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিপিবি। সংবাদ সম্মেলনে সেলিম জানান, এবার কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে ১৬ এবং সভাপতিম-লীর পাঁচজন ভোটের লড়াইয়ে নামছেন। এছাড়া জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পর্যায়ের ১২ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।
×