ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:০৬, ৮ ডিসেম্বর ২০১৮

বিসিএস কর্নার

১। UNESCO কবে সুন্দরবনকে বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? ক) ৬ ডিসেম্বর, ১৯৯৭ খ) ৬ ডিসেম্বর, ১৯৯৯ গ) ৭ ডিসেম্বর, ১৯৯৭ ঘ) ৯ ডিসেম্বর, ১৯৯৯ ২। ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী’ চালু হয় কত সালে? ক) ১৯৯০ সালে খ) ১৯৯১ সালে গ) ১৯৯৩ সালে ঘ) ১৯৯৯ সালে ৩। বাংলাদেশ কোথায় সাবমেরিনের ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়? ক) কক্সবাজার খ) চট্টগ্রাম গ) খুলনা ঘ) পটুয়াখালী ৪। ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ক) ১৯৩৫ সালে খ) ১৯৪৮ সালে গ) ১৯৩৭ সালে ঘ) ১৯৩১ সালে ৫। বাংলাদেশ তথা পৃথিবীর বৃহত্তম ‘টাইডাল’ বনভূমি কোনটি? ক) পাহাড়ি বনাঞ্চল খ) চকোরিয়া বনাঞ্চল গ) কক্সবাজার বনাঞ্চল ঘ) সুন্দরবন বনাঞ্চল ৬। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা- ক) খাগড়া ভেলী খ) তেঙ্গী ভেলী গ) জাবরী ভেলী ঘ) ম্যারিসা ভেলী ৭। পদ্মা নদী বাংলাদেশে প্রবেশের পর কোন স্থানে যমুনার সঙ্গে মিলিত হয়েছে? ক) চাঁদপুর খ) গোয়ালন্দ গ) ভৈরব ঘ) নারায়ণগঞ্জ ৮। বাংলাদেশে স্থানীয় শাসন আইন কবে জারি করা হয়? ক) ১৯৭২ খ) ১৯৭৬ গ) ১৯৮২ ঘ) ১৯৮৬ ৯। বাংলাদেশে সর্বপ্রথম রাবার চাষ শুরু হয় কত সালে? ক) ১৯৬৫ সালে খ) ১৯৬৬ সালে গ) ১৯৬৭ সালে ঘ) ১৯৬৮ সালে ১০। নদী গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট কত সালে ঢাকা থেকে ফরিদপুরে স্থানান্তরিত করা হয়? ক) ১৯৭৭ সালে খ) ১৯৭৯ সালে গ) ১৯৮০ সালে গ) ১৯৮৮ সালে উত্তর : ১. ক ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ঘ
×