ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:০৫, ৮ ডিসেম্বর ২০১৮

 শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ গোলোৎসব করে স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের প্রি-কোয়ার্টার ফাইনাল (শেষ ষোলো) নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে শেষ ৩২-এর দ্বিতীয় লেগের ম্যাচে তৃতীয় সারির দল মেলিলাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্যালাক্টিকোরা। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে জোড়া গোল করেন দুই স্প্যানিশ তারকা মার্কো এ্যাসেনসিও ও ইস্কো। একটি করে গোল করেন জ্যাভিয়ের সানচেজ ও ব্রাজিলের উঠতি তারকা ভিনিসাস। মেলিলার পক্ষে পেনাল্টি থেকে সান্ত¡নার একমাত্র গোলটি করেন ইয়াসিন কাসমি। এর আগে ৩১ অক্টোবর প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছিল হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে তাই রিয়ালের জয় ১০-১ গোলের বিশাল ব্যবধানে। গোলোৎসব করলেও প্রথম গোলের দেখা পেতে আধাঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় রিয়ালকে। ৩৩ মিনিটে এ্যাসেনসিও গোলের খাতা খোলার পর মুড়িমুড়কির মতো গোল করতে থাকেন সান্টিয়াগো সোলারির শিষ্যরা। স্প্যানিশ ফরোয়ার্ড এ্যাসেনসিও রক্ষণভাগ খেলোয়াড়দের কাটিয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান। ঠিক দুই মিনিট না যেতেই ভিনিসাস জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ৩৯ মিনিটে রিয়াল ‘বি’ দলের রক্ষণভাগের খেলোয়াড় জ্যাভিয়ের সানচেজ অসাধারণ এক গোল করেন। এ গোলটি আসে সেই এ্যাসেনসিও’র পাস থেকে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। সোলারি দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সেরা একাদশে সুযোগ পান ইস্কো। স্প্যানিশ এই তারকা নিজেকে প্রমাণ করেন দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি। ফলে ব্যবধান দাঁড়ায় ৪-০ গোলে। ৭৫ মিনিটে গোলের দেখা পান ব্রাজিলীয় তরুণ তারকা ভিনিসাস। ৫-০ গোলে পিছিয়ে থাকা তৃতীয় সারির দল মেলিলা একমাত্র গোলের দেখা পায় ৮১ মিনিটে। পেনাল্টি থেকে ইয়াসিন কাসমি সান্ত¡নার গোলটি করেন। ঠিক দুই মিনিট পরই ইস্কোর আরেকটি গোলে ব্যবধান বেড়ে ৬-১ দাঁড়ায়। শেষ পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে ১৯ বারের কোপা ডেল’রে বিজয়ী রিয়াল। ম্যাচ শেষে শুরুর একাদশে ফিরেই জোড়া গোল করা স্প্যানিশ মিডফিল্ডার ইস্কোর ওপর নিজের সন্তুষ্টির কথা জানান রিয়াল কোচ সোলারি। গত অক্টোবরে সোলারি দায়িত্ব নেয়ার পর রিয়ালের শুরুর একাদশে জায়গা পাননি ইস্কো। চ্যাম্পিয়ন্স লীগে রোমার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে বদলি খেলোয়াড়ের তালিকা থেকেও তাকে বাদ দেন ৪২ বছর বয়সী আর্জেন্টাইন কোচ। কিন্তু সুযোগ পেয়ে তাকে বুঝিয়ে দিয়েছেন তিনি কেন সময়ের অন্যতম সেরা। ম্যাচ শেষে তাই সোলারি বাধ্য হয়েছেন ইস্কোর প্রশংসা করতে। তিনি বলেন, আমি ইস্কোকে নিয়ে খুব খুশি। বিরতির আগে সে যে গোলটি করতে ব্যর্থ হয়েছিল তাতে আমি খুব দুঃখ পেয়েছিলাম।
×