ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তান দলে ফিরলেন আমির

প্রকাশিত: ০৬:০৪, ৮ ডিসেম্বর ২০১৮

 পাকিস্তান দলে ফিরলেন আমির

স্পোর্টস রিপোর্টার ॥ বাদ পড়ার মাসখানেক পর ফের পাকিস্তান টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সিরিজের দলে আমির ছাড়াও ডাক পেয়েছেন লেগস্পিনার শাদাব খান এবং উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন আমির। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেও সুযোগ হয়নি এই তারকা পেসারের। দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। সেখানে সফল হওয়াতেই দলে ফেরার ডাক পেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দলে ইনজুরি হানায় কয়েকজন মূল তারকা ক্রিকেটারকে ছাড়াই দল সাজাতে হচ্ছে পাকিস্তানকে। কিউইদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে কাঁধের ইনজুরিতে ছিটকে গেছেন মোহাম্মদ আব্বাস। নির্বাচকরা তাকে ‘বক্সিং ডে টেস্টে’ তাকে ফিরে পাওয়ার আশা করছেন। এদিকে হাঁটুর ইনজুরিতে দলের বাইরে আছেন ফখর জামান। ইনজুরি থেকে সেরে উঠলেও এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। আর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ায় স্কোয়াডের বাইরে চলে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পাকিস্তান টেস্ট দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলী, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি।
×