ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আশরাফুলের বোলিংয়ে ঘুরে দাঁড়াল পূর্বাঞ্চল

প্রকাশিত: ০৬:০৩, ৮ ডিসেম্বর ২০১৮

আশরাফুলের বোলিংয়ে ঘুরে দাঁড়াল পূর্বাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমেই ম্যাচটা নাগালের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু তৃতীয়দিন সকাল থেকেই ম্যাজিক দেখালেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে চলমান সপ্তম বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ আশরাফুল। বল হাতে তার ঘূর্ণিতে ওয়ালটন মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস ৩৯৩ রানে গুটিয়ে গেছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আশরাফুলের ৪ উইকেটের পরও অবশ্য ৩২৬ রানের জয়ের লক্ষ্য পেয়েছে পূর্বাঞ্চল। দিনশেষে ২ উইকেটে ৭১ রান তোলা দলের হয়ে আশরাফুল ব্যাট হাতেও ২৪ রানে আছেন অপরাজিত। আজ শেষদিনে তাদের প্রয়োজন আরও ২৫৫ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে তৃতীয়দিন শেষে বিসিবি উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৮২ রান তুলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের চেয়ে এগিয়ে গেছে ৫৩ রানে। মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ (বগুড়া) ॥ আগেরদিনের ২ উইকেটে ১৩৯ রান নিয়ে খেলতে নামা মধ্যাঞ্চলের শুরুতেই ওপেনার পিনাক ঘোষের (৫৩) উইকেট তুলে নেন আশরাফুল। এরপর হাসান মাহমুদের পেসে সমস্যায় পড়ে তারা। তবে মার্শাল আইয়ুব ৯২ বলে ১০ চারে ৭০ ও তাইবুর রহমান ১০২ বলে ৭ চারে ৫৯ রান করলে সংগ্রহ বড় হয়। শেষদিকে আবারও আশরাফুল ঝড় তোলেন। এর মধ্যে শহীদুল ইসলাম ৪৯ বলে ৩ চার, ৩ ছক্কায় অপরাজিত ৫০ রান করলে শেষ পর্যন্ত ৩৯৩ রানে শেষ হয় মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস। আশরাফুল ১১.৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি ও হাসান ১৮ ওভারে ৬০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৩২৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পূর্বাঞ্চল দলীয় ২৫ রানের মধ্যে দুই ওপেনার শামসুর রহমান (১১) ও রনি তালুকদারকে (১২) হারিয়ে বিপদে পড়ে। এরপর মাহমুদুল হাসান ও আশরাফুল অবিচ্ছিন্ন থেকে ৩৬ রান যোগ করে দিন শেষ করেন দলীয় সংগ্রহ ২ উইকেটে ৭১ রানে তুলে দিয়ে। মাহমুদুল ২৩ ও আশরাফুল ২৪ রানে ব্যাট করছেন। আজ জিততে আরও ২৫৫ রান প্রয়োজন পূর্বাঞ্চলের। দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ (চট্টগ্রাম) ॥ আগেরদিন ২ উইকেটে ১৩৬ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের করা ৩২৯ রানের জবাবটা তারা তৃতীয়দিনে বেশ ভালই দিয়েছে। জুনায়েদ সিদ্দিকী সেঞ্চুরি হাঁকিয়ে ৩০৭ বলে মাত্র ২ চারে ১১২ রান করে সাজঘরে ফেরার আগে তৃতীয় উইকেটে নাঈম ইসলামের সঙ্গে ১৬২ রানের জুটি গড়েছিলেন। নাঈম ২৫৯ বলে ৪ চারে ৮৩ রান করে আউট হন। দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়লেও ষষ্ঠ উইকেটে ধীমান ঘোষ ও জিয়াউর রহমানের ১১৭ রানের জুটিতে লিড নেয় উত্তরাঞ্চল। ধীমান ৫১ ও জিয়া ১৪৪ বলে ১১ চার, ৩ ছক্কায় ৯০ রানে সাজঘরে ফেরেন। দিনশেষে ৭ উইকেটে ৩৮২ রান তুলে ৫৩ রানে এগিয়ে গেছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের পক্ষে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
×