ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে সেই মেসি!

প্রকাশিত: ০৬:০২, ৮ ডিসেম্বর ২০১৮

 হুমকির মুখে সেই মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ আফগান শিশু মুর্তাজা আহমাদি। পলিথিনের ব্যাগ কেটে লিওনেল মেসির জার্সি গায়ে জড়িয়ে নজর কুড়িয়েছিলেন ফুটবল-দুনিয়ার। কিন্তু বর্তমানে খুব খারাপ সময় পার করছে লিওনেল মেসির এই খুদে ভক্ত। ক্রমাগত ফোনে হুমকি পেয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মুর্তাজা। ছেলে অপহরণের ভয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল মুর্তাজার পরিবার। পরে কাবুলে ফিরলেও তাদের জেলা জাগহরিতে থাকতে পারেননি তারা। কারণ বন্দুকের আওয়াজ শোনার পর রাতারাতি কাবুলে চলে আসে। এরপর থেকে রাজধানীতে বাড়ি ভাড়া করে থাকে মেসির এই খুদে ফ্যান। তালেবান আতঙ্কে কার্যত গৃহবন্দী জীবনযাপন করতে হচ্ছে আফগান মেসিকে। এ ব্যাপারে মুর্তাজার মা শাফিকা জানান, ‘অনেকেই বলছে তালেবানরা আমার ছেলেকে খুঁজছে। ওরা খুঁজে পেলে আমার ছেলেকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। তাই আমি সবসময় ওর মুখ ঢেকে রাখার চেষ্টা করি।’ মুর্তাজার বাবা মহম্মদ আরিফ আহমেদি বলেন, ‘আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ফোনে ক্রমাগত হুমকি দেয়া হয়। ভয় হচ্ছে, আমার ছেলেকে না অপহরণ করে নেয়া হয়। এই ভয়ে আমরা দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির এই খুদে ফ্যানের গল্পটা ফুটবলপ্রেমী প্রায় সবারই জানা। আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা তার। আসল জার্সি কেনার সামর্থ্য ছিল না বলে পলিথিন দিয়ে তৈরি করে নিয়েছিল লিওনেল মেসির জার্সি। মেসির প্রতি সেই ভালবাসা দেখে আবেগে ভেসেছিল ফুটবল দুনিয়া। বাদ যাননি সময়ের মহাতারকা লিওনেল মেসিও। পরবর্তী সময়ে নিজের স্বাক্ষর করা দেশের জার্সি খুদে ফ্যানকে উপহার দেন মেসি।
×