ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠিকানা বদল হচ্ছে হ্যাজার্ড-নেইমারের!

প্রকাশিত: ০৬:০২, ৮ ডিসেম্বর ২০১৮

 ঠিকানা বদল হচ্ছে হ্যাজার্ড-নেইমারের!

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন থেকেই চেলসি ছাড়ার গুঞ্জন ইডেন হ্যাজার্ডের। মাসখানেক আগে বেলজিয়ামের এ তারকা বিয়ষটা নিশ্চিত করেছেন। আগামী বছর তিনি স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যাবেন। কিন্তু যাবেন কোথায়? জোর গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদে যেতে পারেন বিশ্বকাপ মাতানো এ সুপারস্টার। মাঝখানে সেটা নিয়ে ধোঁয়াশা হলেও আবারও আলোচনায় এসেছে বিষয়টা। এদিকে বার্সিলোনা ছেড়ে ফ্রান্সের পিএসজিতে খেলা নেইমার নাকি ইংলিশ প্রিমিয়ার লীগের দলে পাড়ি জমাতে পারেন। সাম্প্রতিক সময়ে এটা নিয়ে জোর আলোচনা হচ্ছে। অনেকদিন থেকেই হ্যাজার্ডকে পেতে উঠে পড়ে লেগেছে রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলছুট হওয়ার পর এটা নিয়ে প্রাণান্ত প্রচেষ্টা হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। কিন্তু ইংলিশ লীগের অদ্ভুত দলবদলের নিয়মের কারণে শেষে মত বদলান। তবে আগামী শীতকালীন দলবদলে রিয়ালে আসতে রাজি হয়েছেন এ বেলজিয়ান। এমনই চাউর হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। চলতি মৌসুমের শুরুতে রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখান রোনাল্ডো। এরপর থেকেই তার বিকল্প খুঁজছিল দলটি। শুরুতে নেইমার ও পরে কিলিয়েন এমবাপে ছিল তাদের চাহিদায়। কিন্তু কেউ নিজেদের ক্লাব ছাড়েননি। এরপর বাধ্য হয়েই হ্যাজার্ডের দিকে নজর দেয় তারা। এ নিয়ে আলোচনাও হয় অনেকদূর। তবে দেরিতে হলেও তাকে পাচ্ছে বলেই শোনা যাচ্ছে। জানা গেছে ১৭০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি ছেড়ে রিয়ালে নাম লেখাচ্ছেন হ্যাজার্ড। আর তাহলে নেইমারের পর তিনিই হবেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড়। পাশাপাশি মারিও কোকাভিচকেও পাচ্ছে ক্লাবটি। সান্টিয়াগো বার্নাবু্যুতে আর ফেরার ইচ্ছা নেই ক্রোয়েশিয়ার এ মিডফিল্ডারের। বর্তমানে রিয়াল থেকে ধারে চেলসিতে খেলছেন কোকাভিচ। চলতি মৌসুমের শুরুতেই তাকে পেতে পারতো রিয়াল। বিশ্বকাপ শেষে ক্লাব পরিবর্তন করার ইচ্ছা পোষণ করে হ্যাজার্ড বলেছিলেন, ‘চেলসির হয়ে ছয় বছর দারুণ সময় কাটানোর পর এখন সময় এসেছে নতুন কিছু ভাবার।’ কিন্তু রিয়াল ভুল করে বসে দেন দরবারে। মূল্যটা পছন্দ হয়নি চেলসির। পরে যখন তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ততদিনে ইংলিশ লীগের দলবদল শেষ। বেচতে পারলেও খেলোয়াড় কেনার সুযোগ ছিল না চেলসির। তার জায়গায় বিকল্প খেলোয়াড় না থাকায় ক্লাবের অনুরোধে থেকে যান হ্যাজার্ড। তখন তিনি বলেছিলেন, ‘ইংলিশ লীগের দল বদলের সময় শেষ। তারা খেলোয়াড় বিক্রি করতে পারবে কিন্তু নতুন কাউকে কিনতে পারবে না। এটা কিছুটা অদ্ভুত, তারা আমাকে এখন বিক্রি করলে আমার জায়গায় কাউকে নিতে পারবে না। এখন আমি দেখেছি সমর্থকরা আমাকে কতটা ভালবাসে। আমি যেখানে আছি ভাল আছি। দেখা যাক পরের এক দুই বছরে কি হয়।’ চেলসিও যে হ্যাজার্ডকে ছেড়ে দিতে সম্মত হচ্ছে তার ইঙ্গিতও পাওয়া গেছে কোচ মাউরিসিও সারির কথায়। তিনি বলেছেন, এটা সম্পূর্ণ হ্যাজার্ডের ওপর নির্ভর করে। আমার মনে তার সঙ্গে ক্লাব নতুন চুক্তিতে যাওয়ার সময় হয়েছে। তবে এটা তার ব্যাপার সে এটা নবায়ন করবে না করবে না। আমি অবশ্যই হ্যাজার্ডকে চাই। কিন্তু যদি সে থাকতে চায় তবেই। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগের ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন নেইমার। নিজের ইউটিউব চ্যানেলে একটা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। সেখানেই এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ক্যারিয়ারের যে কোন একটা সময়ে ইংলিশ প্রিমিয়ার লীগে খেলতে চান তিনি। প্রশ্নোত্তর পর্বে ম্যানচেস্টার সিটির লেফটব্যাক বেনজামিন মেন্ডির প্রশ্নের জবাবে নেইমার ইচ্ছার কথা জানান।
×