ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের ‘প্রতিযোগিতায়’ সন্তুষ্ট রোডস

প্রকাশিত: ০৬:০২, ৮ ডিসেম্বর ২০১৮

 ক্রিকেটারদের ‘প্রতিযোগিতায়’ সন্তুষ্ট রোডস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে অন্যতম শক্তিধর দলে পরিণত হয়েছে টাইগাররা। এর পেছনে সবসময়ই বিবেচনা করা হয় ‘পঞ্চপা-বের’ ধারাবাহিক অবদান। সেই পঞ্চপা-ব যাদের বলা হয়ে থাকে, তারা হচ্ছেন- মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে এবার এশিয়া কাপে দল রানার্সআপ হয়েছে ইনজুরির কবলে পড়া তামিম ও সাকিবকে ছাড়াই। দু’জনের পরিবর্তে খেলার সুযোগ পেয়ে নিজেদের যোগ্যতা দারুণভাবে প্রমাণ করেছেন লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনরা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এরা সবাই আছেন স্কোয়াডে। তাই একাদশ সাজানোর ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে ফিরে আসা তামিমের সঙ্গে ওপেনিংয়ে কে থাকবেন সেই সিদ্ধান্তে আসা খুব কঠিন হবে। বিষয়টি বেশ উপভোগ করছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। একাদশে জায়গা পাওয়া নিয়ে ক্রিকেটারদের মধ্যে চলমান এ ‘প্রতিযোগিতায় যেমন সন্তুষ্ট, তেমনি উপভোগও করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে গত জুলাইয়ে খুব বাজেভাবে হেরে ফিরে এসের্ছিল বাংলাদেশ দল। কিন্তু দেশের মাটিতে এবার টেস্ট সিরিজে চরম প্রতিশোধ তুলে নিয়েছে টাইগাররা। কিন্তু ওয়ানডে ক্রিকেট ভিন্ন স্বাদের। আর ক্যারিবীয়রা রঙ্গিন পোশাকের এই ক্রিকেটে তুলনামূলকভাবে শক্তিধর বলেই মনে করেন রোডস, ‘এই তিনটি খেলা বেশ কঠিন হবে। জেতার জন্য আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করছি। টেস্ট সিরিজে তারা ধাক্কা খেয়েছে। ওয়েস্ট ইন্ডিজে যখন আমরা গিয়ে টেস্ট সিরিজ হেরেছিলাম সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। তাই তারাও একই ধরনের কিছু করার দিকে লক্ষ্য রাখবে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে- তারা মানসম্পন্ন একটি দল।’ এ সিরিজকে বেশ কয়েকজন ক্রিকেটারের জন্য বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন রোডস। কারণ, একাদশে জায়গা পাওয়া নিয়ে যে সুস্থ ‘প্রতিযোগিতা’ তৈরি হয়েছে সেটার জন্য টিকে থাকার লড়াই হবে বেশ কয়েকজনের। এ বিষয়ে রোডস বলেন, ‘কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খেলা। কয়েকদিন পর ইনজুরি থেকে ফিরে এটা তামিম ইকবালের জন্য খুব জরুরী। তাকে ফর্মের তুঙ্গে দেখা গেছে, যদিও তিনি ক্রিকেট থেকে দূরে ছিলেন। এটা আমাদের দলের জন্য বাড়তি পাওয়া। আমাদের ওয়ানডে সমন্বয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ অংশ। সৌম্য সরকারও আমাদের দলের জন্য আরেকটি বাড়তি সংযুক্তি। তারা ওয়েস্ট ইন্ডিজের ভাল একটি সংগ্রহের (প্রস্তুতি ম্যাচ) জবাবে খুব ভাল লড়াই করেছে। ইমরুল ও তামিম যেভাবে শুরু করেছিল সেটাতে আমি খুবই সন্তুষ্ট এবং যেভাবে সেখান থেকে আমরা এগিয়ে গেছি সেটাতেও খুশি। আত্মবিশ্বাস বেড়েছে কারণ ছেলেরা রান পেয়েছে।’ তামিম ফেরার কারণে এবার ওয়ানডে সিরিজে ওপেনিং জুটি গড়া নিয়ে বেশ সমস্যায় পড়বে টিম ম্যানেজমেন্ট। কারণ তামিমের অনুপস্থিতে দারুণ ফর্মে ছিলেন ইমরুল ও লিটন। আর জিম্বাবুইয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিরেই সৌম্য হাঁকিয়েছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। তাছাড়া প্রস্তুতি ম্যাচেও ঝড়ো শতক হাঁকিয়েছেন সৌম্য। লিটনও ফর্মে আছেন। এ তিনজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে তামিমের সঙ্গী হিসেবে। আরেকজন হয়তো একাদশে থাকলেও নিচের দিকে ব্যাট করবেন। অর্থাৎ ফর্মের তুঙ্গে থাকা তিনজনের মধ্যে একজনকে একাদশের বাইরে থাকতেই হবে। এ বিষয়ে রোডস বলেন, ‘বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য সিদ্ধান্ত নেয়াটা খুবই কঠিন হবে। কিন্তু কি চমৎকার একটা পরিস্থিতিতে আছি আমরা! বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে গভীরতা অন্বেষণের জন্য আমরা খুবই মরিয়া ছিলাম এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই আছে। বেশ ভাল ও চমৎকার পরিস্থিতিতে আছি আমরা। জানি না চূড়ান্ত একাদশ কি হবে এটা জিজ্ঞেস করবেন না।’
×