ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেহেদীদের থাইল্যান্ড মিশন...

প্রকাশিত: ০৬:০১, ৮ ডিসেম্বর ২০১৮

 মেহেদীদের থাইল্যান্ড মিশন...

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে কখনই ইউরোপের কোন দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের কিশোর ফুটবলাদের। তবে এবার সেই অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে তারা। উয়েফা মিনি প্রজেক্টের অধীনে অনুষ্ঠেয় চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে তারা। এই লক্ষ্যে শুক্রবার দিবাগত রাতে তাদের থাইল্যান্ডের বুরিনামের উদ্দেশে বিমানে ওঠার কথা। গত নবেম্বরে নেপালে গিয়ে সাফ অনুর্ধ-১৫ সাফ জিতেছে মেহেদী হাসানরা। এবার তাদের দক্ষিণ এশিয়ার বাইরে নিজেদের যোগ্যতা প্রমাণের পালা। এ প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। দেশ ছাড়ার আগে তিনি বলেছেন, ‘এই দলের ওপর আমার বিশ্বাস আছে। নতুন মিশন। আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জও। আশাকরি চ্যালেঞ্জ উতরাতে পারব।’ প্রতিযোগিতায় মালদ্বীপ, থাইল্যান্ড এবং সাইপ্রাসের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ১০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে ইউরোপের দেশ সাইপ্রাসের বিপক্ষে। ১২ ডিসেম্বর থাইল্যান্ড এবং ১৪ ডিসেম্বর মেহেদীদের প্রতিপক্ষ মালদ্বীপ। পারভেজ আরও বলেন, ‘সাইপ্রাস ইউরোপের দল। স্বাভাবিকভাবে তাদের খেলার ধরন আমাদের চেয়ে ভিন্ন। তবে দলটা অনুর্ধ-১৫ বলেই আমি আশাবাদী। ব্যবধান উনিশ কিংবা বিশ-এর বেশি নয়। আশাকরি প্রথম ম্যাচ ভাল করব। জিততে না পারি যেন না হারি সেটাই আপাতত লক্ষ্য। টুর্নামেন্টটা আমাদের জন্য কঠিন। এ আসরে অভিজ্ঞতা অর্জন করাই মূল লক্ষ্য। প্রতিপক্ষ বুঝে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।’ চারটি দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দলের হাতেই ওঠবে উয়েফার এ ট্রফিটা।
×