ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবার একসঙ্গে পাঁচ সিনিয়র

প্রকাশিত: ০৬:০০, ৮ ডিসেম্বর ২০১৮

আবার একসঙ্গে পাঁচ সিনিয়র

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ও টি২০তে বাংলাদেশের পাঁচ সিনিয়র একসঙ্গে হওয়ার কোন সম্ভাবনাই নেই। পাঁচ সিনিয়রের অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে আছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন। এর মধ্যে মাশরাফি টেস্ট খেলেন না। তিনি টি২০ থেকেও অবসর নিয়েছেন। তাই টেস্ট ও টি২০তে পাঁচ সিনিয়রকে না দেখা গেলেও ওয়ানডেতে ঠিকই তা দেখা যায়। তবে গত ১৫ সেপ্টেম্বরের পর থেকে এ পাঁচ ক্রিকেটারকে এক সঙ্গে ওয়ানডেতেও দেখা যায়নি। আবার দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেই পাঁচ সিনিয়রকে একসঙ্গে দেখা মিলবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এ পাঁচ সিনিয়রকে একসঙ্গে দেখা গেছে। এরপর আর দেখা যায়নি। সময় গড়িয়ে যাচ্ছে প্রায় তিনমাস। এবার তারা একসঙ্গে হচ্ছেন। তাতে করে ওয়েস্ট ইন্ডিজেরতো আরও বারোটা বেজে যাওয়ার কথা। টেস্ট সিরিজে তামিমকে ছাড়াই যেভাবে দল ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করেছে, তাতে ওয়ানডে সিরিজে সবাই থাকছেন। ওয়েস্ট ইন্ডিজকেতো তাহলে আরও বিপদে ফেলবে বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ম্যাচেই তামিম ইকবাল আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন। এরপর আর খেলতে পারেননি। এরমধ্যে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে ফেরার কথা থাকলেও আবার ইনজুরিতে পড়েন। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে পারেননি তামিম। এবার খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তাতে করে তামিমকে পাচ্ছে বাংলাদেশ দল। মাশরাফি এশিয়া কাপের পর জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জিম্বাবুইয়ের বিপক্ষে এই সিরিজে খেলতে পারেননি তামিম। সঙ্গে ছিলেন না সাকিবও। সাকিবও আঙ্গুলের ইনজুরিতে এশিয়া কাপ পুরো খেলতে পারেননি। ফাইনালে খেলা হয়নি সাকিবের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও খেলা হয়নি। আঙ্গুলের ইনজুরি না সারায় জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি সাকিব। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার পর ওয়ানডে সিরিজেও খেলবেন সাকিব। তামিম, সাকিবের যুক্ত হওয়ার মধ্য দিয়েই আসলে পাঁচ সিনিয়রের ওয়ানডেতে আবার একসঙ্গে হওয়ার নিশ্চয়তা আছে। মুশফিক ও মাহমুদুল্লাহতো আছেনই। তারা এশিয়া কাপ ও জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন। মাশরাফির সঙ্গে থেকে দলকে জিতিয়েছেনও। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের সেরা পাঁচ ক্রিকেটারকেই পাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ এ বছর জুলাইয়ে খেলে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিতে বাংলাদেশ। সেই সিরিজে পাঁচ সিনিয়র ছিলেন। জিতেছেনও। সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছিল। দেশের মাটিতে দুই দলের মধ্যকার সর্বশেষ ২০১২ সালে ওয়ানডে খেলা হয়। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও জিতে বাংলাদেশ। সেই সিরিজে শুরুতে পাঁচ সিনিয়রই দলে থাকলেও ওয়ানডে সিরিজে সাকিব ইনজুরির জন্য বাইরে ছিলেন। মাশরাফিও খেলতে পারেননি শেষ ওয়ানডে। ইনজুরির জন্য খেলতে পারেননি। তাই সিরিজে পাঁচ সিনিয়রকে মিলেনি। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ৯টি ম্যাচই হেরেছে। ২০১২ সালে পাঁচ ম্যাচের সর্বশেষ ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। সেই সিরিজেই পাঁচ সিনিয়র একসঙ্গে খেলার সুযোগ ছিল। কিন্তু সাকিব শুরুতে ও শেষে মাশরাফি ইনজুরিতে পড়ায় তা সম্ভব হয়নি। তবে এবার এ পাঁচ সিনিয়র এক হচ্ছেন। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো পাঁচ সিনিয়র একসঙ্গে খেলবেন। সিরিজ জিততে চান মাশরাফি। অধিনায়ক বলেছেন, ‘ফরমেট যত ছোট হবে ওয়েস্ট ইন্ডিজ তত ভাল একটা দল। অবশ্যই ভাল একটা কম্পিটিশন হবে আশা করছি। টেস্ট সিরিজ জেতার পর প্লেয়াররা ভাল অবস্থায় আছে, ওটা ইউস করতে পারলে ভাল হবে। অবশ্যই সিরিজটা জিততে চাই।’
×