ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচীর পুরস্কার প্রদান

প্রকাশিত: ০৫:৩৪, ৮ ডিসেম্বর ২০১৮

 বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচীর পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার ॥ আলোকিত মানুষ গড়তে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সেই লক্ষ্যে বইপড়া কর্মসূচীর মাধ্যমে মননশীল পাঠক তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ^সাহিত্য কেন্দ্র। পাশাপাশি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে বই পড়ুয়াদের নিয়মিত উৎসাহ প্রদান করছে প্রতিষ্ঠানটি। সেই সুবাদে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরের ২১টি কলেজের ৭৪৪ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেছে বিশ^সাহিত্য কেন্দ্র। শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এই পুরস্কার প্রদানের সহযোগিতায় ছিল আইএফআইসি ব্যাংক। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী, কথাসাহিত্যিক আনিসুল হক, উপস্থাপক আব্দুন নূর তুষার, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ডিএমডি শাহ মোঃ মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি খোন্দকার মোঃ আসাদুজ্জামান। কামাল চৌধুরী বলেন, পুরস্কার হচ্ছে ক্ষণস্থায়ী প্রজাপতির জীবনের মতো। পুরস্কারের সম্মান, মর্যাাদা ও তাৎপর্য ধরে রাখতে হবে। আনিসুল হক বলেন, তাদের স্বপ্ন সফল হয়েছে শুধুমাত্র বই পড়ে। বই পড়তে হবে, তাহলে আনন্দের সঙ্গে বাঁচা যাবে এবং সকল হতাশা ও দুঃখের সঙ্গে লড়াই করা যাবে। আব্দুন নূর তুষার বলেন, একটি দেশ শুধু ভৌগোলিকভাবেই বড় হয়না, দেশ বড় হয় সে দেশের মানুষ যখন জ্ঞানী হয়। বিশ্বসাহিত্য কেন্দ্র ৪০ বছর ধরে সেই জ্ঞানী মানুষ তৈরির কাজই করছে। যার দ্যুতি দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। খোন্দকার মোঃ আসাদুজ্জামান বলেন, জীবন শুধু যাপনের নয়, জীবনকে উদযাপন করতে হবে, আর এই উদযাপন করা যায় বই পড়ার মাধ্যমে। বই পড়ে যে আনন্দ পাওয়া যায়, তা চারপাশের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
×