ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দলীয় প্রধানের পদ ছাড়লেন মেরকেল

প্রকাশিত: ০৫:৩৩, ৮ ডিসেম্বর ২০১৮

 দলীয় প্রধানের পদ ছাড়লেন মেরকেল

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিইউ) পার্টির দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার হামবুর্গে বিদায়ী ভাষণের মধ্য দিয়ে তিনি পদত্যাগ করেন। খবর বিবিসির। আবেগঘন বিদায়ী ভাষণে উপস্থিতদের করতালির পরও ছয় মিনিট মঞ্চে দাঁড়িয়ে থাকেন মেরকেল। অনুষ্ঠানে মেরকেলের ১৮ বছরের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানো হয় একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে। এতে মেরকেলের নেতৃত্বে দলটির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। ভাষণে তিনি আনারগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ারকে তার উত্তরসূরি হিসেবে সমর্থনের ইঙ্গিত দেন। জার্মানির সরকারী প্রচারমাধ্যম এআরডি’র সর্বশেষ জরিপ অনুসারে, ৪৫ শতাংশ ভোটার সিডিইউর প্রধান হিসেবে কারেনবাউয়ারকে চান। তিনি বর্তমানে দলের সাধারণ সম্পাদক। মেরকেল তার উত্তরসূরি বিবেচনা করে কারেনবাউয়ারকে ফেব্রুয়ারিতে দলের এই গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ফলে কারেনবাউয়ার নির্বাচিত হলে দলে মেরকেলের নীতিই বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। তাই মাঝে মধ্যে কারেনবাউয়ারকে ‘মিনি-মেরকেল’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। এআরডির জরিপে দ্বিতীয় স্থানে আছেন ফ্রিডরিশ ম্যার্ৎস। প্রায় ৩০ শতাংশ ভোটার তাকে মেরকেলের উত্তরসূরি হিসেবে পছন্দ করেছেন। তবে মেরকেলের অভিবাসন নীতির সমর্থক নন তিনি। বরং ম্যার্ৎসের অভিবাসনবিরোধী বক্তব্যের কারণে জার্মানির জোট সরকারের অংশ এসপিডি তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলাতে গিয়ে ‘ট্রাম্প লাইট’ হিসেবে উল্লেখ করেছে।
×