ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলি সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ বাংলাদেশী আটক

প্রকাশিত: ০৫:১৫, ৮ ডিসেম্বর ২০১৮

 হিলি সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ  বাংলাদেশী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের দায়ে আমাষু চন্দ্র রায় (৪০) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি একইভাবে এর আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। জানা যায়, বৃহস্পতিবার রাতে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের পার্শ্বের এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পুরিয়ালপুর গ্রামের ভগবত চন্দ্র রায়ের ছেলে। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাতে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ওই ব্যক্তি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্য তাকে আটক করে। এ সময় আটক মোস্তফা দেশে প্রবেশের পাসপোর্টসহ বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, একইভাবে কিছুদিন পূর্বে পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। আটক মোস্তফার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
×