ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া সাইবার ফোর্সের মহাসচিব আটক

প্রকাশিত: ০৫:১৩, ৮ ডিসেম্বর ২০১৮

 জিয়া সাইবার ফোর্সের মহাসচিব আটক

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমেছে আইন প্রয়োগকারী সংস্থা। নির্বাচন সামনে রেখে রাজধানীসহ দেশব্যাপী যাদের বিরুদ্ধে এতে জড়িত থাকার অভিযোগ উঠবে তাদেরকেই আটক করা হবে। এ অভিযানের অংশ হিসেবে ধরা হয়েছে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব কে এম হারুন অর রশিদকে। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৩। কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লে. কমান্ডার আশেকুর রহমান জানান, দীর্ঘদিন নজরদারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট খবর প্রচারণার দায়ে হারুনকে আটক করা হয়। আটক হারুন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলেন। সর্বশেষ গত এক সপ্তাহ ধরে তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী নির্বাচন নিয়ে বেশ কিছু বিতর্কিত পোস্ট দেন। যদিও বিষয়টি গত মে মাস থেকে র‌্যাবের নজরে আসে। এরপর জিয়া সাইবার ফোর্সের বেশ কয়েকজনকে বিভিন্ন সময় আটক করা হয়। সর্বশেষ মহাসচিব কে.এম হারুন অর রশিদকে আটক করা হয়।
×