ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে নেহরীন খান স্মৃতি বক্তৃৃতা

প্রকাশিত: ০৪:৩৯, ৮ ডিসেম্বর ২০১৮

 ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে  নেহরীন খান  স্মৃতি বক্তৃৃতা

সমাজে নিম্নবর্গের স্থান ঐতিহাসিক কাল হতে একটি বৃত্তের ভেতরে বন্দী হয়ে আছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তার মতে, বিশ্বজুড়ে পুঁজির যে প্রকল্প চলছে তাতে নিম্নবর্গীয়রা দারিদ্র্যের বৃত্তে আবদ্ধ হয়ে গেছে। মাথাপিছু আয় ও সামাজিক উন্নয়ন সূচকে কিছু পরিবর্তন এলেও অধিকার ও বঞ্চনার শিকার মানুষ সমাজে বিদ্যমান থাকছে। নিম্ন শ্রেণীর মানুষ এই বৃত্তেই বন্দী থাকবে কিনা এমন প্রশ্ন রেখে যান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দ্বিতীয় নেহরীন খান স্মৃতি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। -বিজ্ঞপ্তি
×