ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওশেন ডান্স ফেস্টিভ্যালে ‘নৃত্যযোগ’

প্রকাশিত: ০৪:২৮, ৮ ডিসেম্বর ২০১৮

 ওশেন ডান্স ফেস্টিভ্যালে ‘নৃত্যযোগ’

স্টাফ রিপোর্টার ॥ ‘ওয়ার্ল্ড ডান্স এলায়েন্স-এশিয়া প্যাসিফিক’ আয়োজিত ‘ওশেন ডান্স ফেস্টিভ্যাল অব বাংলাদেশ’-এ এবার বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করছে ‘নৃত্যযোগ’। দুটি ইভেন্টের মূল বিষয় বাংলাদেশের প্রতিভাসম্পন্ন নৃত্যশিল্পীদের আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় করিয়ে দেয়া। আয়োজনে থাকছে ওয়ার্কসপ, সেমিনার এবং নৃত্যশিল্পীদের সরাসরি পরিবেশনা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ওয়ার্ল্ড ড্যান্স এ্যালায়েন্স, নৃত্যযোগ, বাংলাদেশ পর্যটন বোর্ড, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবং নৃত্যশিল্পীদের অংশগ্রহণে উৎসাহিত করতে আজ বেলা ১২টায় কাওরান বাজারের মুনমুন’স কিচেন রেস্টুরেন্টে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনায় ওয়ার্ল্ড ডান্স ফেস্টিভ্যালের বিস্তারিত পদ্ধতি বর্ণনা করা হবে।
×