ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশীয় চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে ॥ সাইফুল শাহীন

প্রকাশিত: ০৪:২৮, ৮ ডিসেম্বর ২০১৮

  দেশীয় চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে ॥ সাইফুল শাহীন

স্টাফ রিপোর্টার ॥ বাংলা চলচ্চিত্র নির্মাণ করতে দরকার প্রযুক্তির সঠিক ব্যবহার। কিন্তু প্রযুক্তিগত সুযোগ-সুবিধা আমাদের দেশে অনেকটাই কম। তারপরও নির্মিত হচ্ছে চলচ্চিত্র। তা হলে কি পিছিয়ে যাচ্ছে দেশী চলচ্চিত্র? বিষয়টি মানতে নারাজ এই সময়ের অন্যতম প্রতিভাবান চিত্রগ্রাহক সাইফুল শাহীন। তিনি মনে করেন, আমাদের চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে। চিত্রনাট্য অনুযায়ী সবকিছুই করা সম্ভব। তিনি বলেন, আসলে আমাদের দেশী চলচ্চিত্র এখন অনেকটাই এগিয়ে যাচ্ছে। মাঝখানে আমাদের দেশে টেকনিক্যাল সাপোর্ট ছিল না বা কম ছিল। কিন্তু চলচ্চিত্রের অবস্থা পাল্টাচ্ছে। বিএফডিসিতে যেমন ভাল কিছু ক্যামেরা আছে, তেমনি বাইরের কিছু প্রতিষ্ঠানও ক্যামেরা নিয়ে এসেছে। এমনকি আমাদের দেশী চলচ্চিত্রগুলো প্রশংসিত হচ্ছে। ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে এমন কিছু শট আছে, যা দেখে আমাকে অনেকেই ধন্যবাদ দিয়েছেন। এখন হলে চলছে চলচ্চিত্র ‘দহন, সেটিও সবাই পছন্দ করছেন। সবাই বলেন, জাজ মাল্টিমিডিয়া ভাল চলচ্চিত্র নির্মাণ করে। অথচ এই জাজের ১৯টি চলচ্চিত্রের ডিওপি হিসেবে আমি কাজ করেছি। তা হলে আমরা পিছিয়ে কোথায়? আমাদের দেশে প্রযুক্তির ব্যবহার জানে এমন লোক কি আছে? উত্তরে শাহীন বলেন, টেকনোলজি না থাকলে পারসন থাকবে কিভাবে। আমাদের দেশে যখন টেকনোলজি আসা শুরু করেছে, আমরা তো তখন থেকেই কাজ করছি। তবে হ্যাঁ, আমাদের দেশে কাজ শেখার জায়গা কম। আমি টেকনোলজি নিয়ে আরও ভাল কিছু শিখেছি তামিল ও বলিউডের টেকনিশিয়ানদের কাছ থেকে। মাঝে বেশ কয়েকটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করতে পেরেছি। সেখানে তামিল ও বলিউডের টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করা হয়েছে। সেখানে আমি দেখেছি যে, কলকাতার টেকনিশিয়ানরাও কাজ করছেন তামিল ও বলিউডের টেকনিশিয়ানদের নিয়ে। কাজ করতে করতে তারাও কাজ শিখেছেন। চিত্রনাট্য অনুযায়ী সবকিছুই করা সম্ভব জানিয়ে শাহীন বলেন, আমরা তো কাজ করছি এবং প্রশংসাও পাচ্ছি। আমি মনে করি, সব ধরনের কাজ করার জন্য আমরা প্রস্তুত। আমরা কাজ করি চিত্রনাট্য অনুযায়ী। চিত্রনাট্য যদি আরও সমৃদ্ধ হয়, তা হলে আমাদের চলচ্চিত্র আরও কিছু করা সম্ভব।
×