ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিক্টর দানিয়েলের সাহায্যার্থে যাত্রানুষ্ঠান ‘নবাব সিরাজউদ্দৌলা’

প্রকাশিত: ০৪:২৭, ৮ ডিসেম্বর ২০১৮

 ভিক্টর দানিয়েলের সাহায্যার্থে যাত্রানুষ্ঠান ‘নবাব সিরাজউদ্দৌলা’

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য যাত্রানট অমলেন্দু বিশ্বাসের পরবর্তী প্রজন্মের একজন জনপ্রিয় যাত্রাশিল্পী ভিক্টর দানিয়েল। তার অভিনীত ও নির্দেশিত যাত্রাপালার সংখ্যা অর্ধশতাধিক। তবে দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। অবস্থা এমন পর্যায়ে এসে ঠেকেছে তার ওষুধ কেনারও সামর্থ্য নেই এখন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন তার সতীর্থ বন্ধুরা। বিশেষ সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সবার মিলিত প্রয়াসে এক বিশেষ যাত্রা প্রদশর্নীর আয়োজন করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টায় মিরপুরের শিখা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে ঐতিহাসিক পালা ‘নবাব সিরাজউদ্দৌলা’। শচীন সেনগুপ্তের রচনায় পালাটি নির্দেশনা দিয়েছেন এম আলীম। পালায় সিরাজ চরিত্রে অভিনয়ও করবেন তিনি। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয়ে আছেন মোবারক হোসেন, এম আলম লাভলু, ফজলু মেম্বার, আবুল কালাম আজাদ, কাজী রফিক, দুলাল ঘোষ, মানিক মিয়া, অলি, মুক্তি রানী, বেগম তপতী, তাপসী প্রমুখ। একজন রোগগ্রস্ত শিল্পীকে বাঁচানোর লক্ষ্যে আয়োজিত এই যাত্রানুষ্ঠান উপভোগ করতে দর্শকদের অনুরোধ জানিয়েছেন আয়োজকের পক্ষে আহ্বায়ক গোলাম সারোয়ার এবং সদস্য সচিব মিলন কান্তি দে।
×