ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যায় মন্তব্যের পর সমালোচনার মুখে ম্যাটিস

প্রকাশিত: ০৪:১৯, ৮ ডিসেম্বর ২০১৮

 খাশোগি হত্যায় মন্তব্যের পর  সমালোচনার মুখে ম্যাটিস

মার্কিন প্রতীরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা ঘটনায় সৃষ্ট বৈরি পরিস্থিতিতে জনগণের সমালোচনার সম্মুখীন হচ্ছেন। অথচ, তার প্রতি ছিল দ্বিদলীয় সমর্থন যা বিরল দেখা যায় ওয়াশিংটনে। -খবর এএফপি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সৈন্য মোতায়েনের জন্য একটি বিতর্কিত সামরিক নির্দেশ বাস্তবায়নের মুখে ম্যাটিসের জন্য নতুন করে এ নিরীক্ষণের সৃষ্টি হলো। ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে অক্টোবরে জামাল খাশোগির হত্যার সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি প্রত্যাখ্যানের জন্য পেন্টাগণ প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেওর সম্প্রতি তীব্র সমালোচনা করেন সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং এরপরই ট্রাম্পের নিজের দল রিপাবলিকান সদস্যদের সমালোচনার সম্মুখীন হন এ সাবেক ম্যারিন জেনারেল। ম্যাটিস বারবার এ হত্যার নিন্দা করেছেন।
×