ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌমহড়া

প্রকাশিত: ০৪:১৯, ৮ ডিসেম্বর ২০১৮

 কৃষ্ণসাগরে  রাশিয়ার নৌমহড়া

ইউক্রেন ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মাঝেই কৃষ্ণসাগরে নৌমহড়া চালাচ্ছে রাশিয়া। মহড়ায় রাশিয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপেযোগ্য ক্ষেপণাস্ত্রের মহড়াও চালাচ্ছে। গত ২৫ নবেম্বর ক্রিমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালী থেকে ইউক্রেনের তিনটি জাহাজ আটক করার পর রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা কয়েকটি দেশের উত্তেজনা তুঙ্গে ওঠে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে রাশিয়া কৃষ্ণসাগরে নৌমহড়া শুরু করল। এ মহড়ায় রুশ সাবমেরিন রোসটোভ-অন-ডন বি-২৩৭ এবং স্টারি অস্কোল বি-২৬২ অংশ নিচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে দ্রুত সেনা মোতায়েন করা হবে মহড়ায় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। -ইয়াহু নিউজ
×