ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীন সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে উ. কোরিয়া

প্রকাশিত: ০৪:১৮, ৮ ডিসেম্বর ২০১৮

 চীন সীমান্তের কাছে  ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি  করছে উ. কোরিয়া

চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে বলে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়াভিত্তিক মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে। সম্ভবত এ ঘাঁটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। মিডলবারি ইনস্টিটিউট বলছে, উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারবে। মিডলবারি ইনস্টিটিউট বলছে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে উত্তর কোরিয়ার ইয়ংজিয়ো-ডং ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত তৎপরতা লক্ষ্য করা গেছে। সংস্থাটির এক রিপোর্টে বলা হয়েছে চীন সীমান্তের কাছে পাহাড়ী এলাকায় উত্তর কোরিয়া ওই স্থাপনা তৈরি করছে এবং এর কৌশলগত অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে সেটা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিডলবারি ইনস্টিটিউট আরও বলছে, সাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে, ওই ঘাঁটি সক্রিয় রয়েছে এবং গত বছর উত্তর কোরিয়া ঘাঁটির কাছে আরও একটি স্থাপনা তৈরি করেছে যাকে অন্য একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি বলে মনে করা হচ্ছে। -ইয়াহু নিউজ।
×