ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৮:১১, ৭ ডিসেম্বর ২০১৮

কবিতা

দুটি কবিতা সৌম্য সালেক আত্মজার জন্য গাথা তোকে একদিন কাঁধে করে নিয়ে যাবো সমুদ্রপার পিঠে নিবো আদিবাসী ঝোলা নীলগিরি হতে ঝিরিজল ছুঁয়ে দিবে শান্ত শরীর আর খিদে পেলে আমি হবো অধীর-আশ্রয় আহা মেয়ে , কী চাই তোমার বল বল লোকেরা মমতা ভুলতে না পেরে যখন বাধ্য হয়ে বাইরে বেরুয় এবং নিরাপদ প্রত্যাবর্তণের লক্ষ্যে কাজ করে আমায় তখন কান্না চেপে ধরে- একমাত্র শাবকটি হারিয়ে বাঘিনী’র যে বোধ হে মহামহিম, কিছু কি আশ্বাস আছে এই হাহাকার অপার সন্তাপ... ** বাঁশিয়াল মধুকে বুঝার কথা ছিল বাঁশিটির, বাঁশি তো বুঝে না মরা মধুকে বাঁধার কথা ছিল বাঁশিটির, বাঁশি যে নিরুপায় রাধা বাঁশি বাজে, ক্ষয়ে ক্ষয়ে উড়াল মেঘেরা নামে ভোলামন পাখিদের স্বরে- ফোটা ফোটা হরিদ্র-লহরি ছিলো সুরার থালাটি সোনার, কেটে দিলো কোন্ মউয়াল মধুমাছি কাঁদে ঝাঁকবেঁধে- তবু বাঁশি বাজুক বাঁশিয়াল...
×