ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোতে বার্সিলোনা ও এ্যাটলেটিকো

প্রকাশিত: ০৭:২৭, ৭ ডিসেম্বর ২০১৮

শেষ ষোলোতে বার্সিলোনা ও এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ সাবলীল জয়ে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের প্রি-কোয়ার্টার ফাইনাল (শেষ ষোলো) নিশ্চিত করেছে বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে শেষ ৩২ এর দ্বিতীয় লেগের ম্যাচে এ্যাটলেটিকো ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্যান্ট এ্যান্ডুকে। প্রথম লেগে ১-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে দিয়াগো সিমিওনের দলের জয় ৫-০ ব্যবধানে। প্রথম লেগে দুর্বল কালচারাল লিওনেসার মাঠে কোন রকমে মাত্র ১-০ গোলে জিতেছিল বার্সিলোনা। তবে ঘরের মাঠে ফিরতি লেগে আর ঘাম ঝরাতে হয়নি। দ্বিতীয় সারির দল নিয়েই ৪-১ গোলে জিতেছে কাতালানরা। দুই লেগ মিলিয়ে তাই ৫-১ গোলের জয় নিয়ে পরের স্টেজের টিকেট কনফার্ম করেছে আর্নেস্টো ভালভার্ডের দল। প্রথম লেগে তৃতীয় সারির ক্লাব লিওনেসার মাঠে একমাত্র গোলের দেখা পেতে যোগ করা সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল লা লিগা চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে রেখে খেলতে নামা দলটির অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। ১৮তম মিনিটে ডি বক্সে ইভান রাকিটিচের পাস পেয়ে শরীরটাকে ঘুরিয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন মুনির এল হাদ্দাদি। ২৬ মিনিটে মাঝমাঠের কাছে রাকিটিচের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ। ৪৩ মিনিটে হেডে ব্যবধান আরও বাড়িয়ে পরের রাউন্ডের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এই গোলেও অবদান রাখেন ক্রোয়াট মিডফিল্ডার রাকিটিচ। বিরতির পর ৫৪ মিনিটে স্বাগতিকদের হয়ে সান্ত¦নার একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োসেপ সেনে। আর ৭০ মিনিটে ডি বক্সে বল পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোন সুযোগ না দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোল করেন সুয়ারেজ। আরেক ম্যাচে ঘরের মাঠে এ্যাটলেটিকো প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর জেগে ওঠে। আট মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে ফেলে সিমিওনের শিষ্যরা। ৪৮ মিনিটে গোলের শুরু করেন থমাস লেমার। এরপর ৫৩ মিনিটে কিলিনিচ, ৫৫ মিনিটে কোরেরা ও ৮০ মিনিটে গোল করেন ভিটোলো। এ্যাটলেটিকো ও বার্সা ছাড়াও শেষ ষোলোর টিকের পেয়েছে সেভিয়া, ভিয়ারিয়াল। তবে জিরোনার কাছে হেরে ছিটকে গেছে লা লিগায় দারুণ ছন্দে থাকা ডিপোর্টিভো আলাভেস। এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ডি বক্সের সামনে থেকে আর ফ্রিকিক নেবেন না। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাসে যাওয়া এই সুপারস্টারের বদলে নাকি তুরিনের ওল্ডলডিদের হয়ে ফ্রিকিক নেবেন পাওলো দিবালা ও পিয়ানিচ। এমন জানিয়েছেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। অথচ চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ ১২০ গোল করা রোনাল্ডো তার প্রথম গোলটি করেছিলেন ডি বক্সের কাছ থেকে ফ্রিকিক নিয়ে। তবে কাছ থেকে ফ্রিকিক নেয়ার সুযোগ না থাকলেও দূর থেকে নেয়ার সুযোগ থাকছে। এ প্রসঙ্গে জুভ কোচ বলেন, যখন একটু দূর থেকে ফ্রিকিক পাবে দল, তখন রোনাল্ডো সে কিক নেবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি খুব কাছ থেকে কোন সেট পিস পাই তাহলে সেটা মারবে দিবালা এবং পিয়ানিচ। রোনাল্ডো এটা মেনে নিয়েছে। রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলে এ ধরনের প্রায় সব শটই নিতেন রোনাল্ডো। তবে জুভেন্টাসে এসে নিজের দায়িত্বটা ভাগাভাগি করে নিতে হচ্ছে পাঁচবারের ফিফা সেরা তারকাকে। শুরুর দিকে সেটপিসে যতটা সফল ছিলেন সি আর সেভেন গত দুই বছরে সে সাফল্য নেই বললেই চলে। রিয়ালের হয়ে ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ মৌসুমে মাত্র একটি গোল করতে পেরেছিলেন ফ্রিকিক থেকে। রিয়ালের হয়ে ক্যারিয়ারে ৩০১টি ফ্রিকিক নিয়েছিলেন পর্তুগীজ তারকা। তাতে গোল পেয়েছেন ২০টি। তবে সে তুলনায় চ্যাম্পিয়ন্স লীগে রেকর্ডটা ভাল তার। ১০৬ শটে গোল করেছেন ১০টি।
×