ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূজারার সেঞ্চুরিতে রক্ষা ভারতের

প্রকাশিত: ০৭:২৭, ৭ ডিসেম্বর ২০১৮

পূজারার সেঞ্চুরিতে রক্ষা ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে খুব বেশি সুবিধে করতে পারেনি ভারত। টপ-অর্ডারদের ব্যর্থতায় এ্যাডিলেডে বৃহস্পতিবার মাত্র ২৫০ রান তুলতেই যে ৯ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছে বিরাট কোহলির দল। সফরকারীদের এই আড়াইশ রান ছোঁয়ার পেছনে অবশ্য বড় ভূমিকা চেতেশ্বর পূজারার। কেননা, তার সেঞ্চুরি না হলে যে দু শ’ রানের কোটা অতিক্রম করাটাই কষ্টসাধ্য ব্যাপার ছিল কোহলি-শর্মাদের! এ্যাডিলেড ওভালে বৃহস্পতিবার টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির ভারত। কিন্তু শুরুতেই হতাশ করেন সফরকারী ব্যাটসম্যানরা। মাত্র ১৫ রানেই ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান অস্ট্রেলিয়ার বোলাররা। ব্যক্তিগত ২ রানে হ্যাজলউডের বলে এ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লোকেশ রাহুল। আর মিচেল স্টার্কের বলে অধিনায়ক পেইনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মুরালি বিজয়। ব্যক্তিগত ৩ রান করে দলীয় অধিনায়ক বিরাট কোহলিও আউট হয়ে গেলে দুঃখ বেড়ে যায় ভারতের! কেননা, এরপর আজিঙ্কা রাহানেও যখন আউট হয়ে যান তখন বিরাট কোহলির দলের স্কোরবোর্ড দাঁড়ায় ৪১-৪! বর্তমান ক্রিকেটের সেরা বিজ্ঞাপন বিরাট কোহলির উইকেটটি নেন প্যাট কামিন্স। কামিন্সের বলে গালি অঞ্চলে ভারতীয় অধিনায়কের দুর্দান্ত শট নেন উসমান খাজা। টেস্টে এ পর্যন্ত কামিন্সের চারটি বল মোকাবেলা করে দুইবার আউট হন কোহলি। গত বছর রাঁচি টেস্টে কামিন্সের প্রথম বলেই আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। কাল হলেন তৃতীয় বলে। আর ব্যক্তিগত ১৩ রানে রাহানেকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন হ্যাজলউড। তবে দলের শীর্ষ সারির চার ব্যাটম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়া ভারতের একপাশ আগলে রাখার দায়িত্ব নেন চেতেশ্বর পূজারা। হ্যাজলউড-স্টার্ক-কামিন্সদের দেখে-শুনে নিজের খেলাটা খেলে যান এই ব্যাটসম্যান। ধৈর্যশীল এক ইনিংস উপহার দেন দিনের পুরোটা সময় খেলে! কিন্তু দুর্ভাগ্য তার দিনের একদম শেষ মুহূর্তে, ৮৮ ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিতে গিয়ে প্যাট কামিন্সের সরাসরি থ্রোতে রান আউটের শিকার হন পূজারা। আগেই ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করা পূজারার রান ততক্ষণে ১২৩! খেলেছেন ২৪৬ বল। এই সময়ে সাত চারের পাশাপাশি দুটি ছক্কার মারও খেলেছেন তিনি। এই ইনিংস খেলার পথেই টেস্ট ক্যারিয়ারের পাঁচ হাজার রানের মাইলফলক টপকেছেন পূজারা। সেজন্য তার লেগেছে ১০৮ ইনিংস। কাকতালীয়ভাবে স্বদেশী সাবেক তারকা রাহুল দ্রাবিড়েরও ৫ হাজার রান করতে লেগেছিল ১০৮ ইনিংস! ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন রোহিত শর্মা। নাথান লিয়নের বলে হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৫ রান করে ভারতের রানটাকে সচল রাখা প্যান্টের উইকেটও দখল করেন নাথান লিয়ন। কামিন্সের বলে আউট হওয়ার আগে রবিচন্দ্রন অশ্বিনও খেলেন প্যান্টের সমান ২৫ রানের ইনিংস। এছাড়া ইশান্ত শর্মা করেন ৪ রান। ৬ রানে অপরাজিত থাকা মোহাম্মদ শামী আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন জাসপ্রিত বুমরাহকে সঙ্গে নিয়ে। তবে ২৫০ রানের সঙ্গে ভারতের প্রথম ইনিংসে আর কত যোগ করতে পারবেন অপেক্ষা এখন সেটাই দেখার। মার্চের বল টেম্পারিং কলঙ্কের পর এই প্রথম ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তবে টিম পেইনের এই দলকে দুর্বল ভেবে সমালোচনা করেছিলেন অনেকেই। অথচ, প্রথম দিনেই দেখিয়ে দিল টিম পেইনের বোলাররা। ভারতের ৮ উইকেট সমান দুটি করে ভাগ করে নিয়েছেন হ্যাজলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং নাথান লিয়ন। স্কোর ॥ ভারত ১ম ইনিংস ॥ ২৫০/৯ (৮৭.৫ ওভার; পূজারা, ১২৩, রোহিত শর্মা ৩৭, ঋষভ প্যান্ট ২৫, অশ্বিন ২৫; স্টার্ক ৬৩/২, হ্যাজলউড ৫২/২, কামিন্স ৪৯/২, লিয়ন ৮৩/২)
×