ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবল সাপোটার্স ফেডারেশন ২০১৮ এ্যাওয়ার্ড

এ্যাগুয়েরো-হ্যাজার্ডদের হারিয়ে বর্ষসেরা সালাহ

প্রকাশিত: ০৭:২৫, ৭ ডিসেম্বর ২০১৮

এ্যাগুয়েরো-হ্যাজার্ডদের হারিয়ে বর্ষসেরা সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবল সাপোটার্স ফেডারেশন (এফএসএফ) ২০১৮ এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। সার্জিও এ্যাগুয়েরো, রহিম স্টার্লিং, ইডেন হ্যাজার্ড হ্যারি মাগুইর এবং ক্লাব সতীর্থ ভার্জিল ভন ডিককে হারিয়ে এই পুরস্কার জিতলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড। ৩ লাখ ৬৬ হাজার সমর্থকদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এই পুরস্কার জিতলেন সালাহ। ২০১৮ সালটা দুর্দান্ত কেটেছে মোহাম্মদ সালাহর। গত মৌসুমে লিভারপুলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে তুলতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমে সালাহ এখন পর্যন্ত নিজের সেরাটা ঢেলে দিতে পারেননি। তথাপি অলরেডদের হয়ে ২০ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৯ বার বল জড়িয়েছেন সালাহ। যে কারণেই সমর্থকদের সর্বোচ্চ ভোট পড়েছে সালাহর বক্সে। সোমবার এই পুরস্কার ঘোষণা করা হয়। একই দিনে প্যারিসের আলো ঝলমলে রাতে ঘোষণা করা হয় ব্যালন ডি’অর জয়ীর নামও। যেখানে জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা এ্যান্থনি গ্রিজম্যানকে পেছনে ফেলে প্রথমবারের মতো স্বপ্নের শিরোপা উঁচিয়ে ধরেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। এই প্রতিযোগিতায় মোহাম্মদ সালাহ হয়েছেন ষষ্ঠ। ঠিক লিওনেল মেসির পরেই তার নাম। এবার যে পঞ্চম হয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। এফএসএফের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে দারুণ রোমাঞ্চিত সালাহ। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার কাছে অনেক কিছু। কেননা, এই পুরস্কার নির্ধারণ করা হয় সমর্থকদের ভোটে।’ এই পুরস্কারটাও সালাহ উৎসর্গ করেছেন লিভারপুলের ভক্ত-অনুরাগীদের। তিনি বলেন, ‘সাধারণত যে কোন পুরস্কার জেতার পরই আমি সেটা লিভারপুলের সতীর্থ এবং কর্মকর্তাদের সঙ্গে ভাগাভাগি করি কিন্তু এবার এই পুরস্কারটা আমি লিভারপুলের সমর্থকদের উৎসর্গ করতে চাই। কেননা, সারা বছর অবিশ্বাস্যভাবে সমর্থন করে তারা। সমর্থকদের সবাইকেই ধন্যবাদ জানাই।’ তৃতীয় ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন সালাহ। ২০১৩ সালে চালু হওয়া এই পুরস্কার প্রথম ফুটবল হিসেবে জিতেছিলেন লুইস সুয়ারেজ। বর্তমানে বার্সিলোনায় খেলা এই উরুগুইয়ান স্ট্রাইকার সেই সময়ে এনফিল্ডে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েই সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন। দ্বিতীয় ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন লিভারপুলের সাবেক ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো। সুয়ারেজ-কুতিনহোর পর লিভারপুলের তৃতীয় ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন ২৬ বছরের সালাহ।
×