ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাভানির গোলে হার এড়াল পিএসজি

প্রকাশিত: ০৭:২৪, ৭ ডিসেম্বর ২০১৮

কাভানির গোলে হার এড়াল পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আক্রমণভাগ প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। নেইমার-কিলিয়ান এমবাপে কিংবা কাভানিদের নিয়ে ২০১৮-১৯ মৌসুমের শুরুটাও দুর্দান্ত করে প্যারিস জায়ান্টরা। ফ্রেঞ্চ লীগ ওয়ানে তো এখন পর্যন্ত কোন ম্যাচে হার দেখেনি থমাস টাচেলের দল। মৌসুমের প্রথম ১৪ ম্যাচের সবকটিতেই জয় পায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু মৌসুমের ১৫তম ম্যাচে এসেই হোঁচট খায় পিএসজি। গত রবিবার বোর্দোর সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে তারা। যা নতুন মৌসুমের প্রথম ড্র। চলতি মৌসুমে সেই ম্যাচেই প্রথম পয়েন্ট হারায় পিএসজি। বোর্দোর সঙ্গে ড্র করার হতাশা কাটিয়ে উঠতে না উঠতে আবারও পয়েন্ট হারাল পিএসজি। এবার স্ট্র্যাসবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এমবাপে-কাভানিরা। নতুন মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলা পিএসজি বুধবার স্ট্র্যাসবার্গের সঙ্গে ড্র করার ফলে মাত্র চারদিনের ব্যবধানে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল। হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলল টাচেলের দল। যদিওবা স্ট্র্যাসবার্গের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার। বোর্দোর সঙ্গে আগের ম্যাচে আঘাত পেয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপরই মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী ফুটবলারকে ছাড়া খেলতে নেমে খুব সুবিধে করতে পারেনি পিএসজি। যদিওবা এই ম্যাচে খেলেছেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপে, উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে মজার ব্যাপার হলো, এই ম্যাচের দুই দলের দুটি গোলের দুটিই এসেছে পেনাল্টি থেকে। প্রথমার্ধের ৪০ মিনিটে পেনাল্টিতে গোল করে স্বাগতিক স্ট্র্যাসবার্গকে প্রথম এগিয়ে দেন কেনি লালা। বক্সের মধ্যে পিএসজির থিলো খেরার বল ধরে ফেললে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি লালা। পেনাল্টিতে গোল করে স্বাগতিক শিবিরে উচ্ছ্বাসের দারুণ এক ডেউ এনে দেন তিনি। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্ট্র্যাসবার্গ। অন্যদিকে গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ৪৫ মিনিটে বেঞ্চে থাকা কিলিয়ান এমবাপেকে মাঠে নামান পিএসজির কোচ। তারপরও কোন গোলের দেখা পাচ্ছিল না সফরকারী দল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটেই বহুল কাক্সিক্ষত গোলের দেখা পেয়ে যায় পিএসজি। পেনাল্টিতে গোল করে সফরকারী দলকে সমতায় ফেরান পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। বদলি হিসেবে নামা এমবাপেকে ফাউল করার কারণেই পেনাল্টি পায় প্যারিসের ক্লাবটি। আর সেই সুযোগেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে ম্যাচে ফেরান কাভানি। এর পরের সময়টাতে অবশ্য কোন দল আর গোলের দেখা পায়নি। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় পিএসজি স্ট্র্যাসবার্গকে। তবে টানা দুই ম্যাচে ড্র করার পরও শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে থমাস টাচেলের দল। মৌসুমের প্রথম ১৬ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শীর্ষে অবস্থান করছে পিএসজি। যেখানে সমান সংখ্যক ম্যাচ থেকে লিলির সংগ্রহ ৩০ পয়েন্ট। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা দলটির চেয়ে পিএসজি এখনও ১৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে। ফলে লীগ শিরোপা ধরে রাখার পথে পিএসজি যে এখনও অনেক পথ এগিয়ে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। পিএসজি ড্র করলেও বুধবার লীগের অন্য ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে বোর্দো, নিমেস, দিজন, রেনেস, নান্টেস ও তুলুজ। নিজেদের মাঠে বোর্দো ৩-২ ব্যবধানে পরাজিত করেছে সেইন্ট এতিনেকে। নান্টেস একই ব্যবধানে হারিয়েছে মার্শেইকে। নিমেস ২-১ গোলে কায়েনকে আর দিজন একই ব্যবধানে পরাজিত করেছে গুইনগ্যাম্পকে। রেনেস ২-০ গোলে পরাজিত করেছে লিওকে। আর তুলুস একমাত্র গোলে পরাজিত করেছে রেইমসকে।
×