ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের লাইন ভূগর্ভে সরিয়ে নেয়ার সম্ভাব্যতা জরিপে চুক্তি

প্রকাশিত: ০৬:১৯, ৭ ডিসেম্বর ২০১৮

বিদ্যুতের লাইন ভূগর্ভে সরিয়ে নেয়ার সম্ভাব্যতা জরিপে চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ পিডিবি শুরু করে আগে শেষ করে পরে। হয়ত সব বিতরণ কোম্পানির ভূগর্ভস্থ লাইন স্থাপনের কাজ শেষ হলে পিডিবি কাজ শুরু করবে। বিদ্যুত উৎপাদন-বিতরণের সব থেকে বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন খোদ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বৃহস্পতিবার ঢাকার একাংশের বিদ্যুত বিতরণ লাইন ভূগর্ভে সরিয়ে নেয়ার সম্ভাব্যতা জরিপের চুক্তি সই অনুষ্ঠানে পিডিবির প্রতি এমন অভিযোগ ছুড়ে দিয়ে পাশে বসে থাকা পিডিবির চেয়ারম্যানকে বলেন, ‘কি চেয়ারম্যান সাহেব তাইতো’। এর আগে পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ বলেন, তারাও বিভাগীয় শহরগুলোর বিদ্যুত বিতরণ ব্যবস্থা ভূগর্ভে নেয়ার চেষ্টা করছে। এজন্য প্রাথমিক কাজও শুরু করা হয়েছে। রাজধানীর বিদ্যুত ভবনে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যুতের লাইন ভূগর্ভস্থ করা নিয়ে অস্ট্রেলিয়ার এনার্জিটন ও ডিপিডিসি’র মধ্যে সম্ভাবনা যাচাই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। ভূগর্ভস্থ লাইন নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করবে। ঝড়-বৃষ্টিতে বিদ্যুত সংযোগ ব্যাহত হবে না; গ্রাহকের ভোগান্তি হ্রাস পাবে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
×