ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪, ২৭ চৈত্র ১৪৩০

তিন যুগের গেরিলা জীবন শেষে আত্মসমর্পণ করলেন আনন্দ চাকমা

প্রকাশিত: ০৬:১৬, ৭ ডিসেম্বর ২০১৮

তিন যুগের গেরিলা জীবন শেষে আত্মসমর্পণ করলেন আনন্দ চাকমা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ প্রায় তিন যুগের গেরিলা জীবন শেষে আত্মসমর্পণ করলেন ইউপিডিএফের রাঙ্গামাটি জেলার নানিয়ারচর অঞ্চলের বিচার ও সাংগঠনিক পরিচালক আনন্দ চাকমা। তিনি একটি বিদেশী অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বুধবার সেনাবাহিনীর মহালছড়ি জোনে এসে তিনি অস্ত্রসমর্পণ করেন। আত্মসমর্পণের পর নিরাপত্তাবাহিনী ও পুলিশ তাকে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি করলে ইউপিডিএফ নেতা আনন্দ চাকমা এসব কথা জানান। তিনি বলেন, আঞ্চলিক দলটির চাঁদাবাজি, খুন, গুম, অপহরণসহ সাধারণ পাহাড়ী ও বাঙালীদের নির্যাতনের কারণে অসন্তুষ্ট হয়ে তিনি ইউপিডিএফ ছাড়তে বাধ্য হন। এছাড়া পরিবারের সুখ শান্তি বিবেচনা করে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি জানান, স্বাভাবিক জীবনে ফিরতে তার মতো অনেকেই উদগ্রীব। কিন্তু ইউপিডিএফের ভয়ে অনেকেই আত্মসমর্পণের সাহস করছেন না। আনন্দ চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালায়। প্রায় ৩৬ বছর ধরে গেরিলা জীবন কাটাচ্ছেন তিনি। ৪ বছর ধরে তিনি ইউপিডিএফের সঙ্গে জড়িত। তারও আগে জনসংহতি সমিতি ও শান্তিবাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
×