ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে এক প্রসূতির গর্ভে ৪ সন্তানের জন্ম, কেউই ঝুঁকিমুক্ত নয়

প্রকাশিত: ০৬:১৬, ৭ ডিসেম্বর ২০১৮

রাজধানীতে এক প্রসূতির গর্ভে ৪ সন্তানের জন্ম, কেউই ঝুঁকিমুক্ত নয়

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডাঃ সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মায়ের গর্ভে চার নবজাতকের জন্ম হয়েছে। নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিন কন্যাসন্তান রয়েছে। বুধবার রাত বারোটার দিকে সহকারী অধ্যাপক ডাঃ রতœা পালের অধীনে প্রসূতি রেখাকে অস্ত্রোপচার করে চার নবজাতকের জন্মগ্রহণ করানো হয়। নবজাতকদের হাসপাতালটির নিউন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিউটে (এনআইসিইউ) শিশুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ রোজিনা আক্তারের অধীনে রাখা হয়েছে। অবশ্য চার নবজাতক ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের শরীরের অনেক অঙ্গেই সমস্যা রয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাসপাতালটির কাস্টমার কেয়ার জানায়, বুধবার বিকেলে মুন্সীগঞ্জের ইমরান হোসেনের স্ত্রী রেখা হাসপাতালটির গাইনি বিভাগে ভর্তি হন।
×