ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাংচুর ॥ আতঙ্কে নারীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪০, ৭ ডিসেম্বর ২০১৮

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাংচুর ॥ আতঙ্কে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার ভোলাইল এলাকায় এন আর পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংর্ঘষ, ধাওয়া পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায় এবং ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সংঘর্ষে ২০ পুলিশসহ অর্ধশত শ্রমিক আহত হয়েছে। সংঘর্ষের সময় গুলেনুর বেগম ওরফে গুলি (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পুলিশের দাবি সে আতঙ্কিত হয়ে হার্ট এ্যাটাকে মারা গেছেন। তবে শ্রমিকদের দাবি পুলিশের ছোড়া গ্যাস ও লাঠির আঘাতে গুলেনুর বেগম প্রথমে আহত হয় এবং পরে মারা যায়। বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
×