ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিনি ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:০০, ৭ ডিসেম্বর ২০১৮

মিনি ম্যারাথন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরবাসীর অহংকার ও গর্বের দিন ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয়েছিল যশোর। দিনটি উপলক্ষে জাগরণী চক্র ফাউন্ডেশন এবারও আয়োজন করে যশোর মিনি ম্যারাথন। ‘মুক্ত স্বদেশ সুস্থ মন, মাদক মুক্ত নবজীবন’ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ১০৮ তরুণ ও ২১ তরুণী যশোর মিনি ম্যারাথনে অংশ নিয়েছে। সকাল ৮টা ১৬ মিনিটে যশোর কালেক্টরেট চত্বর থেকে শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা। যশোরের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সকাল ১০টায় জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যশোরের পুলিশ সুপার মঈনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
×