ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোরে নারী নির্যাতনের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:৫৭, ৭ ডিসেম্বর ২০১৮

যশোরে নারী নির্যাতনের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ পক্ষ উপলক্ষে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৫ নবেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই পক্ষ পালন করা হচ্ছে। শহরের মুজিব সড়কে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড. এ্যাঞ্জেলা গমেজ, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্জনা বিশ্বাস, এ্যাডভোকেট তাহমিদ আকাশ, সমাজবেসা কর্মকর্তা নাজিম উদ্দিন, মহিলা অধিদফতরের কর্মকর্তা আফরোজা শিরিন, দুর্বারের সভানেত্রী সাহিদা আক্তার, দুর্বার নেত্রী বনানী খান রত্না, বন্ধু এইডের সভাপতি দশারত কুমার মণ্ডল প্রমুখ। নেতৃবৃন্দ নারীদের ঘরের বাইরে নিরাপত্তার সঙ্গে চলাফেরার স্বাধীনতা দেয়ার দাবি জানান। এতে জয়তি সোসাইটিসহ ৫৪টি নারী সংগঠন অংশ নেয়।
×