ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণ দিয়ে দেশ বিদেশে চাকরি দিচ্ছে টিটিটিআই

প্রকাশিত: ০৪:৫৭, ৭ ডিসেম্বর ২০১৮

প্রশিক্ষণ দিয়ে দেশ বিদেশে চাকরি দিচ্ছে টিটিটিআই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের বেকার সমস্যা সমাধান করতে দক্ষ জনশক্তি তৈরি করছে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই)। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাসিক বৃত্তির ব্যবস্থা এবং পাস করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরও ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি। এ জন্য টিটিটিআই কর্তৃপক্ষ দেশের বৃহত্তম ও প্রতিষ্ঠিত নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে যোগাযোগ করে গত ২ বছরে ৮ শতাধিক প্রশিক্ষণার্থীর কর্মসংস্থান করেছে। চলতি সেশনেও (জুলাই-ডিসেম্বর ২০১৮) ৫৮ জন চাকরি পেয়েছেন এবং ১০০ জনের চাকরি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া প্রতিবছর এখানকার প্রশিক্ষণার্থীদের সরাসরি সেনাবাহিনীতে ভর্তি করানো হচ্ছে। নিজস্ব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাইরেও প্রশিক্ষিত দক্ষ জনবল রফতানি করে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে । বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ১৯তম সেশনের (জুলাই-ডিসেম্বর, ২০১৮) প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট (সনদ) এবং প্রতিটি ট্রেড থেকে ভাল ফলাফল অর্জনকারী প্রথম তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, গাজীপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল হামিদ, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব) মোঃ আছয়াদুর রহমান, পিএসসি।
×