ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে ধান কাটা নিয়ে সংঘর্ষ ॥ নিহত ২ আটক পাঁচ

প্রকাশিত: ০৪:৫৪, ৭ ডিসেম্বর ২০১৮

নড়াইলে ধান কাটা নিয়ে সংঘর্ষ ॥ নিহত ২ আটক পাঁচ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৬ ডিসেম্বর ॥ কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে ধান কাটাকে কেন্দ্র্র করে ইমান আলী মোল্যা (৩৫) ও রুকু মোল্যা (৩২) নামে দুই কৃষককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমান কান্দুরী গ্রামের সাদেক মোল্যা ও রুকু ফহম উদ্দিনের ছেলে। নিহত দু’জন ওলিয়ার মোল্যার লোক বলে জানা গেছে। হত্যাকা-ে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কান্দুরী গ্রামে দীর্ঘদিন ধরে কলাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ইলিয়াস হোসেন এবং ওলিয়ার মোল্যার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওলিয়ার মোল্যার লোকজন নিজেদের জমিতে আমন ধান কাটতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়। সিলেটে যুবক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কালারুকা এলাকায় ফুলতলীপন্থী ও কওমি মতাদর্শের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাকিব খান (৩৩) পুরান কালারুকা গ্রামের মৃত বাবুল খানের ছেলে।
×