ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্থিক প্রতিষ্ঠান খাতের ৮৭ ভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৪:৪৫, ৭ ডিসেম্বর ২০১৮

আর্থিক প্রতিষ্ঠান খাতের ৮৭ ভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন আর্থিক খাতে ৮৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমছে। জানা গেছে, আর্থিক খাতের ২৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর কমেছে ২০টির বা ৮৭ শতাংশের, শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২টির বা ৯ শতাংশের এবং ১টি মাত্র বা ৪ শতাংশ আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা কমেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৯০ টাকা করে কমেছে ফনিক্স ফাইন্যান্স ও আইসিবির। এছাড়া আইপিডিসি ও লংকাবাংলা ফাইন্যান্সের ০.৭০ টাকা করে; মাইডাস ফাইন্যান্সিংয়ের ০.৫০ টাকা; ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ০.৪০ টাকা; ইসলামিক ফাইন্যান্সের ০.৩০ টাকা; বিডি ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।
×