ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গত মাসে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:৪৪, ৭ ডিসেম্বর ২০১৮

গত মাসে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নবেম্বর মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন আগের মাস থেকে ৯৬ কোটি টাকা বা ১৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, নবেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৬৭০ কোটি ২০ লাখ ৪ হাজার ৩৯৫ টাকার শেয়ার ক্রয়-বিক্রয় করেছে। অক্টোবরে এর পরিমাণ ছিল ৭৬৭ কোটি ৯ লাখ ৮৯ হাজার ২২৯ টাকার। অর্থাৎ এক মাসের ব্যবধানে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন ৯৬ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ৮৩৪ টাকা বা ১২.৬৩ শতাংশ কমেছে। নবেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৩২৩ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৯৫১ টাকার শেয়ার কিনেছে। অক্টোবর মাসে শেয়ার কিনেছে ২৮২ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৫৩ টাকার। অর্থাৎ অক্টোবর থেকে নবেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৪০ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৯৮ টাকা বা ১৪.৪৭ শতাংশ বেশি শেয়ার কিনেছে। নবেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৩৪৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৪৪৪ টাকার শেয়ার বিক্রি করেছে। আর অক্টোবর মাসে বিদেশী বিনিােগকারীরা বিক্রি করেছিল ৪৮৪ কোটি ১৮ লাখ ৯১ হাজার ৭৭৫ টাকার শেয়ার। অর্থাৎ অক্টোবর থেকে নবেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ১৩৭ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার ৩৩১ টাকা বা ২৮.৪৭ শতাংশ কম শেয়ার বিক্রি করেছে।
×