ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উত্তাল বুলন্দ শহর ॥ পুলিশ হত্যা নিয়ে নীরব যোগী সরকার, অভিযোগ বিরোধীদের

প্রকাশিত: ০৪:৪৩, ৭ ডিসেম্বর ২০১৮

উত্তাল বুলন্দ শহর ॥ পুলিশ হত্যা নিয়ে নীরব যোগী সরকার, অভিযোগ বিরোধীদের

ভারতের উত্তরপ্রদেশে গোহত্যার অভিযোগ করেছিলেন বজরঙ্গ দলের সদস্য যোগেশ রাজ। পুলিশসহ এক সাধারণ ব্যক্তি হত্যায় কিন্তু প্রথমেই উঠে আসছে যোগেশ রাজেরই নাম। বর্তমানে পলাতক যোগেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস। বুলন্দ শহরে পুলিশ হত্যার ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও অধরা মূল অভিযুক্ত যোগেশ রাজ। বুধবার উত্তরপ্রদেশ পুলিশ অবশ্য চার ব্যক্তিকে গ্রেফতার করেছে। চারজনই মুসলিম। তবে, পুলিশ হত্যার জন্য নয়, তাদের গ্রেফতার করা হয়েছে গোহত্যার দায়ে। উত্তরপ্রদেশ গোহত্যা নিয়ন্ত্রণ আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে ওই চার ব্যক্তিকে। গোহত্যার অভিযোগ করেছিলেন বজরঙ্গ দলের সদস্য যোগেশ রাজ।
×