ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনন্য রেজা করিম

বলিউডে আরও এক তারকা কন্যার অভিষেক

প্রকাশিত: ০৭:২৩, ৬ ডিসেম্বর ২০১৮

বলিউডে আরও এক তারকা কন্যার অভিষেক

বছরের শেষ মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে বলিউডের নতুন সিনেমা ‘কেদারনাথ’। রোমান্টিক ড্রামা ধাঁচের সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ভারতের উত্তরখান্ডে অবস্থিত বিখ্যাত কেদারনাথ মন্দিরে তীর্থযাত্রায় আগত এক ধনাঢ্য সুন্দরী হিন্দু তরুণীর সঙ্গে মুসলিম এক যুবকের প্রেমে জড়িয়ে পড়া এবং এ নিয়ে সৃষ্ট নাটকীয়তাকে কেন্দ্র করে। ধনাঢ্য হিন্দু তরুণী যুবক কেদারনাথ মন্দিরে তীর্থযাত্রায় এসে গাইড হিসেবে পায় মুসলমান যুবক মনসুরকে। মনসুর অনেক দায়িত্ব নিয়ে মুক্কুকে ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু দেখায় একজন গাইড হিসেবে। কয়েকদিনের ঘনিষ্ঠতায় তারা পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু মেয়েটির পরিবার কোনভাবেই মেনে নিতে চায় না তাদের সম্পর্ক। দুই ভিন্ন ধর্মের এক জোড়া তরুণ-তরুণীর ভালবাসার সম্পর্কে পর্বত সমান বাধা সৃষ্টি হয়। তেমনি পরিস্থিতিতে অতিবৃষ্টিতে গোটা উত্তরখান্ড এলাকা মারাত্মকভাবে বন্যাকবলিত হয়ে পড়ে। ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ পরিবেশে প্রেমিক-প্রেমিকা উভয়ের জীবন বিপন্ন হয়ে পড়ে। একদিকে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে নিজেদের বেঁচে থাকার কঠিন লড়াই চমৎকারভাবে তুলে ধরা হয়েছে ‘কেদারনাথ’ ছবিতে। ¯্রফে লাভ স্টোরি হিসেবে অন্য আট দশটি হিন্দী সিনেমার সঙ্গে এক কাতারে ফেলা যাবে না ‘কেদারনাথ’কে। অভিষেক কাপুর পরিচালিত এ ছবিটি নিয়ে বলিউডে দারুণ কৌতূহল সৃষ্টি হয়েছে। এই চিত্র নির্মাতা এর আগে বলিউডে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন টুইংকেল খান্নার বিপরীতে ‘উফ, ইয়ে মোহাব্বত’ ছবির মাধ্যমে, তবে অভিনেতা হিসেবে নিজেকে বেশিদিন ধরে না রেখে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ‘আরায়ান’ ছবির মাধ্যমে। তবে পরিচালক হিসেবে অভিষেক কাপুর বিশেষ খ্যাতি অর্জন করেন ‘রক অন’ ছবির মাধ্যমে এবার তিনি ‘ কোই পো চে’, ‘ফিতুর’ ছবি দুটি পরিচালনা করেছেন। ‘রক অন টু’ ছবির কাহিনী চিত্রনাট্য তারই লেখা। এবার তিনি ভিন্নস্বাদের প্রেমের গল্প ‘কেদারনাথ’ নিয়ে উপস্থিত হচ্ছে দর্শকদের সামনে। এ ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খানকে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীতিশ ভারদ্ধাজ, অলকা আমিন, সোনালী সচদেব, পূজা গোর নিশান্ত ধানিয়া প্রমুখকে। বলিউডে আরও একজন তারকা কন্যার নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে এ সপ্তাহে। তিনি সারা আলি খান। তার বাবা সাইফ আলি খান এবং মা মৃতা সিং। বলিউডে তাদের দু’জনেই জনপ্রিয় এবং নানাভাবে আলোচিত। স্ত্রী অমৃতার সঙ্গে সাইফের ডিভোর্স হয়ে গেছে ১৪ বছর আগে। সাইফ-অমৃতার কন্যা সারা বাবা মায়ের পথ ধরে বলিউডে পা রেখেছেন। তার অভিনীত প্রথম সিনেমা কেদারনাথ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। হিন্দী সিনেমার অঙ্গনে তারকা পুত্র কন্যাদের নায়ক নায়িকারূপে আবির্ভাব নতুন কোন বিষয় নয়। জনপ্রিয় এবং বিখ্যাত তারকার পুত্র কিংবা কন্যা একটু বড় হয়ে উঠতেই তাদের নিয়ে জল্পনা-কল্পনা, গুঞ্জন শুরু হয়ে যায়। তাদের নায়ক কিংবা নায়িকা হিসেবে রুপালি পর্দায় আত্মপ্রকাশের নানা খবর চাউর হতে থাকে। সাইফ-অমৃতা তনয়া সারা পড়াশোনা করছিলেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে। ২০১৬ সালে সেখান থেকে গ্রাজুয়েশন করেছেন। তার গ্রাজুয়েশন শেষ হওয়ার আগ থেকেই শোনা যাচ্ছিল বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের নানা গুঞ্জন। শোনা গিয়েছিল, শহিদ কাপুরের ছোট ভাই ইশান খাট্টারের বিপরীতে মোহিত সুরি পরিচালিত একটি বিগ বাজেট লাভ স্টোরি মুভির মাধ্যমে সারা আলি খানের অভিষেক ঘটবে বলিউডে। পরবর্তী সময়ে আবারও শোনা গিয়েছিল, পরিচালক-প্রযোজক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমায় নায়িকা হয়ে আসছেন সারা। কিন্তু সব জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির নায়িকা হিসেবে শেষ পর্যন্ত দর্শকদের সামনে আসছেন বলিউডের এই আলোচিত নতুন মুখ। সারা অভিনীত প্রথম সিনেমা কেদারনাথ মুক্তির দুই সপ্তাহ না পেরোতেই তার আরও একটি সিনেমা ‘সিম্বা’ মুক্তি পাবে চলতি মাসেই। একজন নবাগতা নায়িকাকে দ্বিতীয় সিনেমা মুক্তির জন্য অনেক সময় কয়েক বছর অপেক্ষা করতে হয়, সেখানে এক মাসেই তার আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে। ‘কেদারনাথ’ ছবিতে সারা নায়ক হিসেবে পেয়েছেন সুশান্ত সিং রাজপুতকে। ওদিকে ‘সিম্বা’ ছবিতে তার নায়ক রণবীর সিং। দুটি ছবিতে ভিন্ন ধাঁচের দুটি চরিত্রে অভিনয় করেছেন সারা। তার দৃঢ় প্রত্যাশা, ‘দুটি ছবিতেই দর্শক আমাকে পছন্দ করবে। বিশেষ করে ‘কেদারনাথ’ ছবির চিত্রনাট্য যখন আমি প্রথম পড়তে শুরু করেছিলাম, আমি এতটাই আলোড়িত হয়েছিলাম যে আমি আপ্লুত ছিলাম অভিনয়ের সময়। অভিনীত চরিত্রটি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। দর্শক আমার কাজ দেখে খুশি হবেন আশা করছি।’ চলতি বছরের সেরা নতুন মুখের নায়িকা হিসেবে বিবেচিত হবেন সারা আলি খান, অনেকেই ধারণা করছেন।
×