ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খোকন ভূঁইয়া

নির্মাতাদের স্বাধীনতা দিতে হবে ॥ রোকন

প্রকাশিত: ০৭:২২, ৬ ডিসেম্বর ২০১৮

নির্মাতাদের স্বাধীনতা দিতে হবে ॥ রোকন

সরদার রোকন। এই সময়ের জনপ্রিয় নাট্যনির্মাতার মধ্যে অন্যতম একজন। এরই মধ্যে প্রায় ১০০টি খ- নাটক এবং চারটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। গুণী এই নির্মাতা একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এরই মধ্যে ‘তোমার আমার গল্প’ ও ‘মনঘুড়ি’ নামে দুটি নাটকের শূটিং শেষ করেছেন। দুটিতেই জাকিয়া বারী মম ও এফএস নাঈম অভিনয় করেছেন। সম্প্রতি নির্মাণ করেছেন বিগ বাজাটের একটি ওয়েব সিরিজ ‘টেলিফোনিক।’ সিরিজটি রিলিজ হওয়ার পর বেশ প্রশংসা পাচ্ছেন বলে তিনি জানান। ২০১২ সালে প্রথম এককভাবে নাটক পরিচালনা শুরু করেন। প্রথম নাটক ছিল ‘ছেঁড়া রঙ্গের খোয়াব।’ শীঘ্রই নতুন একটি ধারাবাহিক এর কাজ শুরু করবেন এবং নতুন বছর জানুয়ারিতে দেশের বাইরে যাচ্ছেন এক সঙ্গে দশটি খণ্ড নাটক নির্মাণের জন্য। নাটকের ক্ষেত্রে টেলিভিশন নাকি ইউটিউব কোন মাধ্যম এগিয়ে রাখবেন? রোকন; সোজা সাপটা উওরে বলেন, আমি ইউটিউবকে এগিয়ে রাখব। ইউটিউব হওয়ায় নাটক দেখার প্ল্যাটফর্ম বেড়ে গেছে। শুধু টেলিভিশন থাকলে সবাই কাজ পেত না। টেলিভিশনে একজন কাজ করলে বাকিদের বেকার থাকতে হতো। তবে ইউটিউবের জন্য তারা কাজ পাচ্ছে। কেউ বেকার থাকছে না। আগে কখনও নাটকের ইন্ডাস্ট্রি হিসেবে গণ্য করতাম না এখন করি ইউটিউব আসার কারণে। পরিচালকের কোন স্বাধীনতা নেই, তরুণ নির্মাতারা নাকি প্রেমের গল্পেই আটকে আছেন? তরুণরা অনেকেই নির্মাণে আসছে। ভালও করছে। আমি চাই তরুণরা নির্মাণে আসুক। বর্তমানে পরিচালক হওয়া অনেক সহজ হয়ে গেছে। অনেকেই কাজ বুঝে না। সেও পরিচালনায় আসছে। তবে তরুণদের বলতে চাই যারা আসছে তারা কাজ শিখে আসুক। প্রেমের গল্পে আটকে থাকার কারণ হচ্ছে যথাযথ বাজেট পাচ্ছে না। বাজেট কমের জন্য সামাজিক নাটক নির্মাণ হচ্ছে না।
×