ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন নাটক ‘আজব বাক্স’

প্রকাশিত: ০৭:১৪, ৬ ডিসেম্বর ২০১৮

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন নাটক ‘আজব বাক্স’

সংস্কৃতি ডেস্ক ॥ প্রথম ক্যাম্পাস থিয়েটার উৎসবে আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬-৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কুমিল্লা মঞ্চায়ন করবে নতুন নাটক ‘আজব বাক্স’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রিপন, ফারুক, রুবেল, ইলিয়াস, জয়, সোহাগ, রুপা, মারিয়া, মনির, শরিফ, ইকবাল। উল্লেখ্য, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের একটি নাট্য সংগঠন। ‘আজব বাক্স’ নাটকটি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ২৯তম প্রযোজনা। ‘আজব বাক্স’ নাটকটির পটভূমি অলংকৃত হয়েছে দেশের ও সমাজের দুর্নীতি ও অনিয়মকে কেন্দ্র করে। মুক্তিযোদ্ধাদের কিভাবে অবমূল্যায়ন করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের নানা জাতীয় দিবসের অনুষ্ঠান ব্যতীত আর কোন খবরাখবর নেয়া হচ্ছে না। তা এই নাটকে তুলে ধরা হয়েছে। ইংরেজী শিক্ষার ওপর অতি মাত্রায় আগ্রহের কারণে বাংলা ভাষার অবমূল্যায়ন হচ্ছে, এই নাটকে তাও তুলে ধরা হয়েছে। সরকারী হাসপাতালের নানা অনিয়মকে তুলে ধরা হয়েছে আজব বাক্স নাটকে। শিশুদের অতিরিক্ত শিক্ষার বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। শিশুর ওজনের চাইতেও বেশি বই ভরা স্কুল ব্যাগ চাপিয়ে দেয়া হচ্ছে শিশুকে। এই নাটকে সেটারও প্রতিবাদ করা হয়েছে। অর্থাৎ সমাজের নানা দুর্নীতি, অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরা হয়েছে আজব বাক্স নাটকে। এই সব দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আজব বাক্স নাটকের প্রধান চরিত্র সাধারণ জনগণ প্রতিবাদ জানায় এবং সমাধানের পথ দেখায়।
×