ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে অবসরে গৌতম গম্ভীর

প্রকাশিত: ০৭:০৯, ৬ ডিসেম্বর ২০১৮

অবশেষে অবসরে গৌতম গম্ভীর

স্পোর্টস রিপোর্টার ॥ গৌতম গম্ভীর ভারতের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৬ সালের নবেম্বরে, রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে। ওয়নাডে ২০১৩ সালের জানুয়ারিতে, টি২০ ২০১২Ñএর ডিসেম্বরে। বয়স ৩৭। দীর্ঘদিন জাতীয় জার্সিতে ব্রাত্য হলেও এতদিন খেলছিলেন ঘরোয়া ক্রিকেটে। এবার চিরতরে ব্যাট-প্যাড খুলে রাখার সিদ্ধান্ত নিলেন এক সময়ের আলোচিত ব্যাটসম্যান। রঞ্জি ট্রফিতে আন্ধ্রপ্রদেশের বিপক্ষে আজই ক্যারিয়ারের শেষ পেশাদার ম্যাচ খেলবেন গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিওতে চিরতরে ক্রিকটে বিদায় জানানোর ঘোষণা দিতে গিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন দিল্লী তারকা। ৫৮ টেস্ট ৪১.৯৫ গড়ে গম্ভীরের মোট রান ৪,১৫৪ ও ১৪৭ ওয়ানডেতে ৩৯.৬৮ গড়ে ৫,২৩৪। তিন ফরমেট মিলিয়ে নামের পাশে রান সংখ্যা ১০,০০০Ñএর ওপরে। ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন গম্ভীর। ‘ফিরোজ শাহ কোটলাড় যেখানে সব শুরু হয়েছিল, সেখানেই সব শেষ হতে যাচ্ছে। রঞ্জিতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ম্যাচটা হবে আমার শেষ। বিষয়টি আমার সঙ্গে সব সময়ই ছিল। ম্যাচে কিংবা অনুশীলনে। সব সময় মনের মধ্যে এই ভাবনা কাজ করেছে। ডিনারও ঠিকমতো করতে পারিনি। আইপিএলে ব্যর্থ হওয়ার পর মনে হলো আবারও শুনতে পাচ্ছি সেই কথাগুলো এবং এবার আরও জোরে। বুঝলাম সত্যিই সময় হয়েছে।’ ভিডিও বার্তায় বলেন গম্ভীর। ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভালবাসায় আপ্লুত গম্ভীর তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি। যে সব দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেট খেলেছেন, গ্লাভস জোড়া তুলে রাখার আগে তাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ হয়ে রইলেন গৌতি। বিএসপিএ’র সংবর্ধনা স্পোর্টস রিপোর্টার ॥ ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্রীড়ালেখনির সুবর্ণজয়ন্তী সম্মাননা পেয়েছেন পাঁচ ক্রীড়া সংবাদিক। বুধবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনে (বিওএ) বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) এ সংবর্ধনা দেয়। সংবর্ধনা পান- মুহাম্মদ কামরুজ্জামান, আবদুল তৌহিদ, ইকরামউজ্জমান, আজম মাহমুদ এবং এমএ হান্নান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট তুলে দেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়ালেখক কামাল লোহানী।
×